শ্যামনগরে মাদকের ছড়াছড়ি, ধ্বংস হচ্ছে যুবসমাজ, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৫
Thumbnail image

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ, বাড়ছে ছিনতাইসহ নানারকম অপরাধ। উপজেলার কৈখালী গ্রামের জয়খালী, সাপখালী, মু্ন্ডাপাড়া, শৈলখালী, রমজাননগর ব্রিজ, পরানপুর, ভুরুলিয়া, আটুলিয়া পদ্মপুকুর, বুড়িগোয়ালিনি, হরিনগর, পাশ্বেমারী টেংরাখালী, কালিঞ্চীগ্রাম,ভেটখালীসহ উপজেলার সর্বত্র। বিভিন্ন গ্রাম এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ফলে ধর্ষণ, যৌনহয়রানি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। অধিক মুনাফা ও সহজে আমদানি করতে পারায় মাদক ব্যবসায়ীরা রাতারাতি আঙুল ফুলে কলাগাছে রূপ নিয়েছে। এভাবে সব এলাকায় মাদকের ভয়াবহতা রূপ নিয়েছে। এসব এলাকার মধ্যে সবচেয়ে বেশি মাদক বিক্রি হয় শ্যামনগরের ভারত-বাংলাদেশ সীমান্তের কালিন্দী নদী ও সুন্দরবনের কোলঘেঁষা কৈখালী ইউনিয়নের শৈলখালী, কাটামারী, পশ্চিম কৈখালী, সাপখালী, কয়ালপাড়া, যাদারহাট, নুরনগরের দুরমুজখালী, কুলতলী,রমজাননগরের, ভেটখালী কালিঞ্চীগ্রাম, ভৈরবনগর এলাকা, রমজাননগর ব্রিজের আশপাশের এলাকা।

এসব এলাকায় নতুন ও পুরোনো মাদক কারবারিদের আখড়া হওয়ায় শ্যামনগরের বিভিন্ন অলিগলিতে যুবকরা সেবন করছে এসব মাদক। মাদক বিক্রির জন্য নারীরা ছদ্মবেশে রাস্তায় ঘোরাফেরা করে। বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে, মাদক সেবন ও বিক্রি হচ্ছে প্রকাশ্যে, যা খুবই হতাশাজনক। এ বিষয়ে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশিপের সভাপতি মো. সোহেল রানা বলেন, আমাদের শ্যামনগরে এখন মাদকের ছড়াছড়ি, যা বন্ধ হওয়া খুবই জরুরি। এসব মরণ নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে গ্রামের উঠতি বয়সী যুবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, উপজেলার সর্বত্র এখন মাদকের ছড়াছড়ি। পুলিশ প্রশাসনের নীরব ভূমিকায় চলছে এসব ভয়ংকর মাদক ব্যবসা। তাই পুলিশ প্রশাসনের উচিত মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান করা। স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, উপজেলায় মাদকের এত ছড়াছড়ি হলেও স্থানীয় থানা পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ। কারণ মাদক ব্যবসায়ীরা পুলিশের নাকের ডগায় এসব ভয়ংকর মাদক ব্যবসা করে চলেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কয়েকদিনের মধ্যে বেশকিছু মাদক জব্দ করা হলেও এর গডফাদাররা ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর মোল্যা বলেন, দ্রুত সময়ের মধ্যে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হবে এবং হচ্ছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সোচ্চার হতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়ায় এ ঘটনা ঘটে।

২৮ মিনিট আগে

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমি অস্বীকার করছি না যে অঘটন ঘটছে না। তবে যারা বিশৃঙ্খলা করছে, আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে সঙ্গে তাদের আইনের আওতায় নিয়ে আসছে।

২ ঘণ্টা আগে

অন্তর্বর্তীকালীন সরকারের নতুন তথ্য উপদেষ্টা হতে যাচ্ছেন মাহফুজ আলম। গতকাল মঙ্গলবার মো. নাহিদ ইসলাম এই পদ থেকে পদত্যাগ করায় মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন। শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে।

৩ ঘণ্টা আগে

শব্দদূষণ রোধে রাজশাহীর ব্যস্ততম সিঅ্যান্ডবি মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারত্বমূলক প্রকল্প’ এবং রাজশাহীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি'র আয়োজনে এই ক্যাম্পেইন করা হয়।

৩ ঘণ্টা আগে