পেকুয়া থেকে অপহৃত তিনজন পটিয়া থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

অপহৃতদের জিম্মি করে ইয়াবা দিয়ে ফাঁসানোর ভিডিও ভাইরাল)

প্রতিনিধি
Thumbnail image
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া থেকে অপহৃত তিনজনকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। তারা সবাই একটি রেস্টুরেন্টের কর্মচারী। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের নয়াহাট গ্রামে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অপহরণকারী দলের সক্রিয় এক সদস্য মোহাম্মদ ইলিয়াছ (২৩) গ্রেপ্তার হয়েছে। সে পটিয়ার কাশিয়াইশ ইউনিয়নের পূর্ব বাকখাইন এলাকার মো. আলী ও শামিমা আক্তারের ছেলে।

উদ্ধার হওয়া অপহৃতরা হলেন—পেকুয়ার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার আবদুল্লাহ আল নোমান (২২), মো. রাইমন (২৪) ও রামুর রশিদনগরের মনজুর আলম (২৪)।

পেকুয়া থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল লোকেশন শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করে।

এর আগে, গত রোববার পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে বারাইয়াকাটা রাস্তার মাথা থেকে একটি নোহা গাড়িতে তুলে তিনজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে নোমানের পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হলে অপহরণকারীরা তার ভাইয়ের মোবাইলে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

পুলিশ কৌশলে অভিযান চালিয়ে প্রথমে নোমানকে উদ্ধার করে এবং পরে তার স্বীকারোক্তিতে অপর দুইজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় পেকুয়া থানায় মামলা (নম্বর ১৫, জিআর নম্বর ৩১/২৫, তারিখ ২৫/০২/২০২৫) দায়ের করা হয়েছে।

উদ্ধার হওয়া যুবকরা জানান, অপহরণকারীরা তাদের নাচ-গানের অভিনয় করাতে বাধ্য করে, নির্যাতন চালায় এবং ইয়াবা হাতে দিয়ে মাদক বিক্রেতা সাজানোর চেষ্টা করে। এসব নির্যাতনের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়।

পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, নিখোঁজের অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। মুক্তিপণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার এবং ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর হয়

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

অপরাধ নিয়ে আরও পড়ুন

বিশ্বব্যাপী বৃহস্পতিবার (১ মে) পালিত হবে মহান মে দিবস। জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এবারে মে দিবস পালন করবে নয়া সরকার।

৬ ঘণ্টা আগে

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের চিকিৎসকরা। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুরাতন হাইকোর্ট গেইটের সামনে বিসিএস হেলথ ফোরাম (বিএইচএফ) এই কর্মসূচির আয়োজন করে।

৯ ঘণ্টা আগে

ঝিনাইদহ সদরে আধিপত্য বিস্তার নিয়ে দু'দল গ্রামবাসীর সংঘর্ষে মোশাররফ হোসেন নামের একজন নিহত হয়েছে। আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন।

৯ ঘণ্টা আগে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১৪টি জাতের বোরো হাইব্রিড ধানের ক্রপ ক্যাফেটেরিয়া মূল্যায়ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভালুকজান ব্লকে কৃষকের জমিতে কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা, ডিলার, মিলার, কোম্পানীর প্রতিনিধি, কৃষক-কৃষাণী ক্রপ ক্যাফেটেরিয়ার অভিজ্ঞতা মূল্যায়নের জন্য মাঠ পরিদর্শন করেন।

১১ ঘণ্টা আগে