পরোয়ানাভুক্ত আসামী ধরে ছেড়ে দেয়ার অভিযোগে খুলনায় তোলপাড়

প্রতিনিধি
খুলনা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১: ০৫
Thumbnail image
ছবি : সংগ্রহীত

এমডি আসলাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা সদর থানা পুলিশের বিরুদ্ধে। পুলিশের এহেন ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে খুলনা সিটি করপোরেশনের কেসিসি মার্কেট এলাকা থেকে এমডি আসলাম হোসেন (৪৫)কে গ্রেপ্তার করে খুলনা সদর থানা পুলিশ।

তিনি খুলনা আর থানার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। আসামী খুলনা জেলা পরিষদের নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত। সে খুলনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুন অর রশিদের দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত।

এমডি আসলাম হোসেন (৪৫)
এমডি আসলাম হোসেন (৪৫)

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রেপ্তারের কিছুক্ষণ আগেও তিনি মোটরসাইকেল চালিয়ে জেলা পরিষদের কার্যালয়ে এসেছিলেন। তবে গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হলেও অল্প সময়ের মধ্যেই অসুস্থতার কথা উল্লেখ করে তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে তাকে জেলা পরিষদের আরেক কর্মচারী শেখ কওছার আলীর জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান,

গ্রেপ্তারের পর আসামি গুরুতর অসুস্থতার কথা জানান। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী জিম্মায় দেওয়া হয়েছে।

তবে পুলিশের এই বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজ্ঞ ও সচেতন মহল। তাদের মতে, ওয়ারেন্টভুক্ত কোনো আসামি অসুস্থ হলে তাকে সরকারি হাসপাতালে ভর্তি করে আদালতে হাজির করা বাধ্যতামূলক। ব্যক্তিগত জিম্মায় ছেড়ে দেওয়া আইনসঙ্গত নয়।

এ বিষয়ে কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই।

জেলা পরিষদ সূত্র জানায়,

গ্রেপ্তারের পর একটি প্রভাবশালী পক্ষ তাকে ছাড়িয়ে নিতে তৎপরতা চালায়, যা প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী মহলে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সারাদেশ নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাটি লুটের ঘটনায় আটক কিসমত আলীকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশ ফাঁড়ির দুই সদস্য।

৩১ মিনিট আগে

রাজধানী ঢাকার মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া বেমা বিস্ফোরণে এক যুবক মারা গেছে। মারা যাওয়া ব্যক্তির নাম সিয়াম। তিনি একটি বেসরকারি ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় মগবাজার মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

২ ঘণ্টা আগে

এমডি আসলাম হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর রহস্যজনকভাবে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে খুলনা সদর থানা পুলিশের বিরুদ্ধে। পুলিশের এহেন ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছে।

৩ ঘণ্টা আগে

রংপুরের তিস্তা সেচ খাল থেকে জাবেদ আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ্দ বিলাইচণ্ডী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাবেদ আলী নীলফামারী জেলার সৈয়দপুর পীরপাড়া গ্রামের বাসিন্দা।

৩ ঘণ্টা আগে