শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোহাম্মদ উল্লাহ্ (৪২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত মোহাম্মদ উল্লাহ্ দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামের বাসিন্দা। তিনি শিবালয়ের নয়াকান্দি জামিয়া ইসলামিয়া উলুম মাদ্রাসার শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং সেখানেই অবস্থান করে পড়াশোনা করছিল। রোববার (২৪ আগস্ট) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে রাত সাড়ে ১১টার দিকে শিক্ষক মোহাম্মদ উল্লাহ্ তাকে ডেকে নিজের কক্ষে নিয়ে যায়। পরে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ুপথে ধর্ষণ করে এবং কাউকে জানালে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। সেই সঙ্গে খুন করার ভয়ও দেখায়।

সোমবার ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে বাড়িতে চলে আসলে তার মাকে সব জানায়।

শিশুর বাবা বিষয়টি জানার পরে মাদ্রারায় গিয়ে শিক্ষককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এসে গ্রেফতার করে। পরে শিশু পিতা থানায় লিখিত অভিযোগ জানায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “ভুক্তভোগীর পরিবার মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে আমাদের খবর দেয়। পরে আমরা তাকে থানায় নিয়ে আসি। শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় পরিবারটি এলাকায় থাকতে পারছে না এবং বর্তমানে কালিহাতী উপজেলার চিনামুড়া এলাকায় আশ্রয় নিয়েছে।

১ দিন আগে

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তার গুদামে থাকা বিপুলসংখ্যক ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়।

১ দিন আগে

বরিশাল নগরীতে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেল ও তার বাহিনী। মাদক, চাঁদাবাজি ও নানা অপরাধে বহু মামলার আসামী হলেও জেল থেকে বের হয়ে আবারও নগরীতে সন্ত্রাস চালাচ্ছে তারা।

১ দিন আগে

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি আব্দুল লতিফের ৪ দিন এবং তাঁর ছেলে মো. রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ দিন আগে