এনজিও কর্মীকে নির্যাতনের অভিযোগে মা- ছেলে গ্রেফতার

প্রতিনিধি
জামালপুর
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে এনজিও কর্মকর্তাকে হাত-পা, চোখ বেঁধে নির্যাতন ও ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬সেপ্টেম্বর) বিকালে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন- উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর এলাকার বীর ধানাটা গ্রামের প্রীতম চন্দ্র সরকার হিরণের স্ত্রী অনুপমা সুত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, উপজেলা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে চলতি মাসের ৪ তারিখে ২ লাখ টাকা ঋণ নেয় উপজেলা যুব মহিলা লীগের সভাপতি অনুপমা সুত্রধর। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে এনজিও কর্মকর্তা রনজিত চন্দ্র বর্মনকে বাসায় ডেকে পূর্বপরিকল্পিতভাবে অনুপমা, ছেলে প্রিন্স আদিত্য, স্বামী প্রীতম চন্দ্র সরকার হিরণসহ আরো কয়েকজন মিলে ঘরে আটকে রাখে। এরপর হাত-পা, চোখ বেঁধে লোহার রড দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে।

এরপর এনজিও কর্মকর্তার কাছে তারা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার জানালে উলঙ্গ করে ভিডিও ধারণ, পায়ুপথে মরিচের গুঁড়ো ঢুকিয়ে অমানবিক নির্যাতন চালায়।

জীবন রক্ষায় এনজিও কর্মকর্তা স্ত্রীকে ফোন দিয়ে ব্যাংকের কয়েকটি চেক বইয়ের পাতা অনুপমার ছেলের কাছে দিতে বলে। এরপর ব্যাংকের চেক বইয়ের পাতায় এনজিও কর্মকর্তার স্বাক্ষর নিয়ে নেন।

এ বিষয়ে এনজিও কর্মকর্তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর থানা পুলিশ তাদের প্রযুক্তি সহায়তা লোকেশন সনাক্ত করে এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এনজিও কর্মকর্তাকে উদ্ধার করে। এ ঘটনায় সাথে জড়িত অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকারকে গ্রেফতার করে পুলিশ।

সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান বলেন, ঘটনায় সাথে জড়িত অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকারকে পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীদের আটকের অভিযান চলমান রয়েছে ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় পরিবারটি এলাকায় থাকতে পারছে না এবং বর্তমানে কালিহাতী উপজেলার চিনামুড়া এলাকায় আশ্রয় নিয়েছে।

১ দিন আগে

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তার গুদামে থাকা বিপুলসংখ্যক ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়।

১ দিন আগে

বরিশাল নগরীতে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেল ও তার বাহিনী। মাদক, চাঁদাবাজি ও নানা অপরাধে বহু মামলার আসামী হলেও জেল থেকে বের হয়ে আবারও নগরীতে সন্ত্রাস চালাচ্ছে তারা।

১ দিন আগে

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি আব্দুল লতিফের ৪ দিন এবং তাঁর ছেলে মো. রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ দিন আগে