সৈয়দপুরে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

প্রতিনিধি
নীলফামারী
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৮
Thumbnail image
ছবি: প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে পল্লিতে ১০ বছরের শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে থানায় দায়েরকতৃ মামলার আসামি মোকছেদ আলী প্রামানিক(৫৬) গ্রেফতার করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দপুর থানা পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার আসামি মোকছেদ আলী প্রামানিকের অবস্থান নিশ্চিত হন। পরবর্তীতে সৈয়দপুর থানা পুলিশের একটি দল ঢাকার মোহাম্মদপুরের র‌্যাব-২ এবং রংপুর র‌্যাব-১৩ এর সহযোগিতায় ঢাকার আশুলিয়া থানা এলাকায় বুধবার (১৭ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করেছে। সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) সুভাষ চন্দ্র রায়ের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়।

এরপর সেখান থেকে গ্রেফতার করে বুধবার রাতেই তাকে সৈয়দপুর থানায় নিয়ে আসা হয়েছে। সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল ওয়াদুদ শিশু ধর্ষণ মামলার আসামি মোকছেদ আলী প্রামানিককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার তাকে নীলফামারী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার দিন গত ২৯ আগস্ট দুপুরে একই এলাকার ১০ বছরের এক শিশু শিক্ষার্থী সাথীদের সাথে খেলছিল। এ সময় মোকছেদ আলী প্রামানিক কৌশলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বাড়িতে কেউ ছিল না। এ ঘটনায় নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১ সেপ্টেম্বর সৈয়দপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

মোকছেদ আলী প্রামানিক কৌশলে তার বাড়িতে ডেকে নেয়। এরপর তাকে তার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে

২ ঘণ্টা আগে

মোনায়েম আহমেদ দীর্ঘদিন ধরে তার কারখানায় ডেটল, ডাব, কিটোনিমসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল সাবান উৎপাদন করে আসছিলেন। অভিযানে এসব নকল সাবান ও কাঁচামাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়

২ ঘণ্টা আগে

এর পূর্বে শহর রক্ষা বাঁধের ব্লক লুটের সাথে জড়িতরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রলারসহ চালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ওই ছাত্রদল নেতা

৩ ঘণ্টা আগে

গোপন তথ্যের ভিত্তিতে জানাতে পারি বৈদ্যুতিক ট্রান্সফরমা চোরের সক্রিয় সদস্যরা একটি ট্রাকে করে চুরি করে আমিনুল হকের বাসার পাশে একটি গুদামঘরে সংরক্ষণের চেষ্টা করছে। ওইসময় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর সদস্যের কয়েকজন পালিয়ে গেলেও মূল হোতা আমিনুল হক কে আটক করতে সক্ষম

৩ ঘণ্টা আগে