গ্রীন বায়োটেকনোলজিতে সশস্ত্র হামলা, ৫ দুষ্কৃতকারী আটক

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারীর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কারখানায় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশের তৎপরতায় এবং এলাকাবাসীর সহায়তায় পাঁচজন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন নাংলা গ্রামের জান্নাতুল হুমায়রা জেমি (২২), বরগুনার মরখালী গ্রামের মো. মাসুম (২৫), মেলান্দহ উপজেলার মোহাম্মদ সানি (২৬), বয়রাডাঙ্গা গ্রামের লিখন আহমেদ সাকিব (২৭) এবং একই গ্রামের মোশারফ মিয়া

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারীরা ভোরে কারখানার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে দেশীয় অস্ত্র ব্যবহার করে কারখানায় ঢুকে ভাঙচুর চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে আসলে দুষ্কৃতিকারীদের মধ্যে কয়েকজন পালাতে চেষ্টা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।

কারখানার ম্যানেজার নজরুল ইসলাম বলেন, “পাঁচ লাখ টাকার চাঁদার দাবিতে পরিকল্পিতভাবে রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। আমাদের প্রতিষ্ঠান জেলার গ্রামীণ অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে অন্যান্য উদ্যোক্তারা শিল্প স্থাপন থেকে বিরত থাকতে বাধ্য হবেন।”

মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, “হামলাকারীদের কারখানায় চাঁদা না দেওয়ায় তারা ভাঙচুর ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। পাঁচজনকে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের পুষ্পকাটির বাটাংয়ের খাল এলাকায় বনবিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে অবৈধভাবে মাছ ও কাঁকড়া আহরণের অভিযোগে চার জন জেলেকে আটক করা হয়

৫ ঘণ্টা আগে

দেওয়ানগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ভূমি সেবা নিতে গ্রাহকরা মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। অভিযোগ, সার্ভেয়ার মো. রিয়াদুর রহমান ঘুষ দাবি ও হয়রানির মাধ্যমে সেবা দিচ্ছেন। চাহিদা অনুযায়ী ঘুষ না দিলে মাসের পর মাস ধরে গ্রাহকদের ঘুরতে হয়।

১ দিন আগে

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীর ওপর ধর্ষণের চেষ্টা করার অভিযোগে ৩৫ বছর বয়সী নুর ইসলামকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন

১ দিন আগে

জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় গ্রীন বায়োটেকনোলজি কারখানায় দেশীয় অস্ত্রধারী একদল দুষ্কৃতিকারীর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা কারখানায় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পুলিশের তৎপরতায় এবং এলাকাবাসীর সহায়তায় পাঁচজন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

১ দিন আগে