একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ২

প্রতিনিধি
কুমিল্লা
Thumbnail image
গ্রেফতার সবির আহমেদ ও নাজিমউদ্দীন বাবুল। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই পরিবারের ৩ জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় দিনগত রাতে নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে মামলা করেছেন।

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে গতকাল শুক্রবার (৪ জুলাই) রোকসানা বেগম ওরফে রুবি (৫৩), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে তাসপিয়া আক্তার ওরফে জোনাকিকে (২৯) পিটিয়ে হত্যা করা হয়।

আজ শনিবার (৫ জুলাই) সকালে বাঙ্গরাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিনগত রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে আকবপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে

নিহতদের পরিবারের দাবি, ঘটনার পরিকল্পনা ও সূত্রপাত অন্তত ২৪ ঘণ্টা আগে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্য বাচ্চু মিয়া ও বাছিরকে উসকে দেন মব তৈরি করে হত্যার জন্য। তবে শিমুল বিল্লাহ বলেন, উত্তেজিত জনতাকে থামতে বলেছিলেন। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ নানা অপকর্মে জড়িত। এ বিষয়ে কথা বলতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এক মেম্বার গেলে রুবি ও তার পরিবারের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এ সময় রুবি আক্তার ও ছেলে রাসেল মিয়াকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। একপর্যায়ে মেয়ে জোনাকি পালানোর চেষ্টা করলে তাকেও পিটিয়ে হত্যা করা হয়।

তবে পুলিশ বলছে, রুবি আক্তারের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। তবুও এ ধরনের মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

অন্তহীন সমস্যায় জর্জড়িত নরসিংদী জেলা কারাগার। হাত বাড়ালেই মিলে মাদক। বসে নিয়মিত জুয়ার আসর। থেমে নেই কোন অনিয়ম। একটু বৃষ্টি হলে একহাটু জলে ডুবে যায় কারা অভ্যন্তর। ফলে একেবারে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে কারাগারটি।

২ ঘণ্টা আগে

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দিনগত রাত সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ক্যাপ্টেন আদিল শাহরিয়ারের নেতৃত্বে আকবপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়।

৪ ঘণ্টা আগে

বাংলাদেশে চিকিৎসক নিয়োগ ও বদলী প্রক্রিয়ায় দুর্নীতি ও বাণিজ্য এখন একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিছু অসাধু ব্যক্তি ও চক্র আর্থিক সুবিধা লাভের জন্য এ অনিয়ম করছে। এতে স্বাস্থ্যখাতে বিশৃঙ্খলা দেখা দিতে পারে।

২ দিন আগে

ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে বেঁধে রাতভর নির্যাতন চালিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় অবশেষে মামলার প্রধান আসামি মো. আলাউদ্দিন ও দ্বিতীয় আসামি মো. ফরিদ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

২ দিন আগে