বগুড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি
বগুড়া
Thumbnail image
ছবি: সংগৃহীত

পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ব্যক্তি বগুড়া সদর উপজেলায় ছিলিমপুর মিয়াপাড়া এলাকার বাকিবুল্লাহ খন্দকারের ছেলে শাকিল খন্দকার। এ ছাড়া আহত হয়েছেন নিহতের দুই ছেলে ও এক ভাগিনা।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেলিপুকুর এলাকার ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর।

নিহত শাকিলের বিরুদ্ধে বিরুদ্ধে যুবলীগ নেতা বিপ্লব হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

শাকিলের ছেলে আপন (২৫) ও অপূর্ব (২২) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে শাকিলের ভাগিনা তৌফিক ইসলামকে (৩২) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

আটকদের মধ্যে নিলয় ও রাতুলের নাম জানা গেলেও বাকিদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে তেলিপুকুর এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে শাকিলের সঙ্গে স্থানীয় কয়েকজনের দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে জমি কেনাবেচার পাওনা দেড় লাখ টাকা দেওয়ার কথা বলে শাকিলকে তার এক আত্মীয় ডেকে নেয়।

সেখানে ৩০ থেকে ৪০ জন লোক প্রথমে শাকিলের ভাগিনা তৌফিককে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শাকিলকে আঘাত করলে তিনি পালিয়ে যান।

রাতেই শাকিলের সন্ধান পেতে পুলিশের শরণাপন্ন হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্বজনদের।

শনিবার সকালে ধান ক্ষেত থেকে শাকিলের মৃতদেহ পাওয়া যায়। শাকিলের চাচাতো ভাই মিরাজ খন্দকার দাবি, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে শাকিলকে হত্যা করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় পরিবারটি এলাকায় থাকতে পারছে না এবং বর্তমানে কালিহাতী উপজেলার চিনামুড়া এলাকায় আশ্রয় নিয়েছে।

১ দিন আগে

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তার গুদামে থাকা বিপুলসংখ্যক ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়।

১ দিন আগে

বরিশাল নগরীতে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেল ও তার বাহিনী। মাদক, চাঁদাবাজি ও নানা অপরাধে বহু মামলার আসামী হলেও জেল থেকে বের হয়ে আবারও নগরীতে সন্ত্রাস চালাচ্ছে তারা।

১ দিন আগে

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি আব্দুল লতিফের ৪ দিন এবং তাঁর ছেলে মো. রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১ দিন আগে