বেনাপোল কাস্টমসে দুদকের অভিযানে ঘুষের টাকাসহ আটক ২

প্রতিনিধি
যশোর
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১: ২৩
Thumbnail image
ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) বেনাপোল কাস্টমস হাউজে অভিযান চালিয়ে নারী কাস্টমস কর্মকর্তা ও তার সহযোগীকে ঘুষের টাকাসহ আটক করেছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে যশোর জেলা দুদকের উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটকরা হলেন, কাস্টমস হাউজ গ্রুপ-৬ এর রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার এবং তার সহযোগী হাসিবুর।

অভিযান চলাকালে হাসিবুরের কাছ থেকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। যা তিনি শামীমা আক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন দুদকের কর্মকর্তারা।

দুদক জানায়, সোমবার (৬ অক্টোবর) বিকেলে থেকে বেনাপোল কাস্টমস হাউজে প্রবেশ করে রাজস্ব শাখা, মূল্যায়ন শাখা ও প্রশাসনিক দপ্তরসহ বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে তল্লাশি চালায় দুদকের টিম। অভিযানের এক পর্যায়ে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাসিবুরকে আটক করা হয়। হাসিবুর স্থানীয় ভাবে ‘এনজিও কর্মী’ হিসেবে পরিচিত। কাস্টমস হাউজের ঘুষ লেনদেনকারীরা স্থানীয়ভাবে এনজিও কর্মী হিসেবে পরিচিত। তাছাড়া আটক হাসিবুর কাস্টমস কর্মকর্তা শামীমা আক্তারের সহযোগী।

দুদকের উপ-পরিচালক সালাউদ্দীন আহমেদ বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, কাস্টমস হাউজে ঘুস বাণিজ্য চলছে এবং মোটা অঙ্কের টাকা লেনদেন হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতেই আমরা অভিযান শুরু করি। ঘটনাস্থল থেকেই ঘুষের টাকা উদ্ধার করে সংশ্লিষ্ট দুজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে শামীমা আক্তারকে কাস্টমস হেফাজতে ও হাসিবুলকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বেনাপোল কাস্টম্‌সে দীর্ঘদিন ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের এই অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন। বেনাপোল কাস্টমস হাউজ দেশের সবচেয়ে বড় স্থলবন্দর। প্রতিদিন এখানে কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। তবে নানা সময় দুর্নীতির অভিযোগে আলোচনায় আসে এই বন্দর।

বেনাপোল পোর্ট থানার এস আই মানিক জানান, হাসিবুল নামে একজন আসামিকে আমাদের কাছে নিরাপত্তা হেফাজতে রেখেছেন দুদকের কর্মকর্তারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী গ্রামে বসতভিটার সীমানা বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনার পর নিরাপত্তাহীনতায় পরিবারটি এলাকায় থাকতে পারছে না এবং বর্তমানে কালিহাতী উপজেলার চিনামুড়া এলাকায় আশ্রয় নিয়েছে।

১১ ঘণ্টা আগে

পঞ্চগড়ে হোমিও চিকিৎসার আড়ালে ভেজাল ফুড সাপ্লিমেন্ট বিক্রির অভিযোগে সত্যেন্দ্রনাথ রায় নামে এক হোমিও চিকিৎসককে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে তার গুদামে থাকা বিপুলসংখ্যক ভারতীয় ফুড সাপ্লিমেন্ট জব্দ করা হয়।

১১ ঘণ্টা আগে

বরিশাল নগরীতে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেল ও তার বাহিনী। মাদক, চাঁদাবাজি ও নানা অপরাধে বহু মামলার আসামী হলেও জেল থেকে বের হয়ে আবারও নগরীতে সন্ত্রাস চালাচ্ছে তারা।

১১ ঘণ্টা আগে

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি আব্দুল লতিফের ৪ দিন এবং তাঁর ছেলে মো. রাসেলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

১২ ঘণ্টা আগে