দুই সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার

সুন্দরবনের ডাকাত রাঙ্গা বাহিনীর ডেরায় কোস্টগার্ডের অভিযান

প্রতিনিধি
বাগেরহাট
Thumbnail image
ছবি : প্রতিনিধি

সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর দুই সহযোগীকে অস্ত্র-গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় জিম্মি থাকা ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের আদাছগি এলাকায় বিশেষ অভিযানে এ সফলতা আসে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল ভোর ৫টায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুই সহযোগীকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম ও ১টি দেশীয় অস্ত্র।

আটকরা হলেন— নাসির মোল্লা (৩১) ও মিন্টু সরদার (৪০)। তারা বাগেরহাট ও খুলনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে রাঙ্গা বাহিনীর সঙ্গে যুক্ত থেকে ডাকাতি ও অস্ত্র-গোলাবারুদ সরবরাহের কাজ করে আসছিলেন।

উদ্ধার হওয়া জেলেরা জানান, ৩ সেপ্টেম্বর মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে গিয়ে বৃহস্পতিবার রাতে রাঙ্গা বাহিনী তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃতরা সবাই খুলনার দাকোপ উপজেলার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, আটক ডাকাত সহযোগী, উদ্ধার হওয়া জেলে এবং জব্দকৃত অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

চট্টগ্রামের রাউজানে র‍্যাবের অভিযানে এক বিএনপি নেতার বাড়ি থেকে বন্দুকসহ বড় পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে

১ দিন আগে

মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে

১ দিন আগে

করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী ওই ব্যাক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ড

২ দিন আগে

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১,৪৩২ জনকে গ্রেফতার করেছে

২ দিন আগে