অস্ত্র, বিস্ফোরক ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন দনিয়া কলেজ এলাকায় অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক এবং গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।

গ্রেফতারকৃতরা হলেন: মাসুদ রানা চৌকিদার (৩৮), শাকিল (২১), মামুন (৪০), মো. রাব্বি (২৬), মো. আসাদ মিয়া (৪৫), মো. পলাশ শেখ (৩৭) এবং আনোয়ার হোসেন (৪৪)।

ডিবি ২

শনিবার (১০ মে) গভীর রাতে শুরু হওয়া অভিযান চলাকালে প্রথমে মাসুদ রানা চৌকিদারকে একটি ৭.৬২ এমএম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা থেকে উদ্ধার করা হয় ডাকাতির জন্য প্রস্তুত ৩৬টি ককটেল। বোম্ব ডিজপোজাল ইউনিট উদ্ধারকৃত বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করে এবং আদালতে উপস্থাপনের জন্য ভিডিও ধারণ করে।

ডিবি সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার আনোয়ার হোসেন এবং বরিশালের পলাশ শেখের নেতৃত্বে গঠিত একটি ডাকাত দল ঢাকার বিভিন্ন স্থান থেকে দনিয়া কলেজ এলাকায় একত্রিত হয়ে গোপালগঞ্জের বৌলতলী বাজারের নিউ ডলি জুয়েলার্সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

পরবর্তী অভিযানে সকাল ১০টায় ডাকাত দলের চার সদস্য শাকিল, মামুন, রাব্বি ও আসাদ মিয়াকে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসসহ গ্রেফতার করা হয়। পরে ধোলাইপাড় এলাকা থেকে মূল পরিকল্পনাকারী মো. পলাশ শেখ ও আনোয়ার হোসেনকেও আটক করা হয়।

ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

ডিবি আরও জানিয়েছে, জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত মোট ৮৭ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের ধারাবাহিক অভিযানের ফলে ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় ডাকাতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারনে সীমান্তে মাদক চোরাচালান ব্যাপক হারে হ্রাস পেয়েছে। এতে সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে

২১ ঘণ্টা আগে

মূলত এডিট করা আপত্তিকর ছবি ফেসবুকে দিয়ে কুরুচিপূর্ণ, আশালীন ও মানহানিকর মন্তব্য করায় এ মামলা করেন তিনি

১ দিন আগে

এরপর থেকে মাংস ব্যবসায়ীরা বাইরে থেকে আগত নিম্নমানের মাংস শহরে যেন ঢুকতে না পারে সেজন্য তারা গোপনে বিভিন্ন জায়গায় পাহারা দিতে থাকে। এরই ফলে এই নিম্নমানের খাওয়ার অনুপযোগী দুর্গন্ধযুক্ত, মাংসের কালার নষ্ট খাসি ও ধাড়ী ছাগলের ৩০ কেজি মাংস তারা জব্দ করে

২ দিন আগে

চট্টগ্রামের বাসিন্দা ও ৫৭ মামলার আসামি মোহাম্মদ রুহুল আমিন(৫৫), প্রায় পাঁচ বছর ধরে দুবাইতে পলাতক ছিলেন। গ্রেফতার এড়াতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশে ফিরছিলেন। তবে সেখান থেকেই তিনি পুলিশের হাতে ধরা পড়েছেন।

২ দিন আগে