যৌথ বাহিনীর অভিযানে মোহাম্মদপুরে দুজন নিহত

প্রতিনিধি
নিখাদ খবর ডেস্ক
Thumbnail image
অস্ত্র-গুলিসহ আটক ৫ জন

বুধবার রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ৪০ ফিট এলাকায় অভিযান চলার সময় যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত হয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান তিনি।

জানা গেছে, যৌথ বাহিনীর নিয়মিত টহলের সময় কয়েকজন অস্ত্রধারী বাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। এ সময় যৌথ বাহিনী পালটা গুলি চালালে দুজন নিহত হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র-গুলিসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় দুজনের মরদেহ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ‘আমরা পাঁচজনকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দুটি বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সঙ্গে আরও একাধিক লোক ছিল, যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

গ্রেফতার নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু দুলাভাই বাহিনীর একজন সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ড আটক করেছে

২ দিন আগে

চাকরি দেওয়ার নামে ৭৭ লাখ ৬৪ হাজার ৩৩২ টাকা পকেটস্থ করার অভিযোগে মাহাবুল হাসান ওরফে মিন্টু (৪৫) নামের এক প্রতারককে আটক করছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (৫ নভেম্বর) রাতে নীলফামারীর চড়াইখোলা পূর্ব কেরানী পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃতের বাবার নাম আজাহার আলী বলে জানা গেছে।

২ দিন আগে

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, তার ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

২ দিন আগে

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তা বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে শাহবাগ থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন।

২ দিন আগে