শিবগঞ্জে কুপিয়ে তরুণের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন, গ্রেফতার ২ জামায়াতের সমর্থক

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ভয়াবহ সহিংস ঘটনায় আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক তরুণকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলায় তার দুই হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এবং মামলা হয়েছে।

আহত সিজু শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত অভিযোগে শাহ আলম (২২) ও তার ভাই আব্দুর রাজ্জাক (২৩)কে গ্রেফতার করা হয়েছে। তারা শ্যামপুর খোচপাড়া গ্রামের বাসিন্দা। রাজ্জাক স্থানীয় একটি মাদরাসার শিক্ষক এবং ওষুধ ব্যবসায়ী। হামলার ঘটনাটি তার দোকানের পাশেই ঘটে। এলাকাবাসীর দাবি, তারা জামায়াতের কোনো পদে না থাকলেও দলটির সভা-সমাবেশে অংশ নিতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ থেকে ঘটনার সূত্রপাত। এক তরুণীর প্রেম ও বিয়ে সংক্রান্ত বিরোধের জেরে আগেও সংঘর্ষ হয়। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উমরপুর ঘাট এলাকায় সিজুকে ধরে খুঁটির সঙ্গে বেঁধে দীর্ঘ সময় কুপিয়ে আহত করা হয়।

সুফিয়ানের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে তিনজনের নামসহ অজ্ঞাতনামা ১২–১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ জানায়, গ্রেফতারদের কারাগারে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

তবে পুলিশ বলছে, আহত সিজু নিজেও তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। এ তথ্যের পর এলাকায় মানববন্ধনও হয়েছে।

শিবগঞ্জ থানার ওসি হুমায়ন কবির জানান, এটি কোনো রাজনৈতিক মামলা নয়, ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে।

এদিকে জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে পড়ায় দলটি অভিযোগ অস্বীকার করেছে। উপজেলা জামায়াতের নেতারা এক বিবৃতিতে বলেন, কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত-শিবিরের নাম জড়িয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তির দাবি জানান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ভূমি অফিসে কর্মরত ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি খাসজমি ব্যক্তিগত মালিকানায় নামজারি, মিউটেশন ও খাজনা আদায়ের নামে তিনি দীর্ঘদিন ধরে অনিয়ম চালাচ্ছেন। এতে বিপুল

৪ ঘণ্টা আগে

সাম্প্রতিক অভিযোগ অনুযায়ী, যশোরের প্রভাবশালী রাজনৈতিক নেতা শাহিন চাকলাদার বাংলাদেশ ত্যাগ করে বর্তমানে ভারতের কলকাতায় অবস্থান করছেন। স্থানীয় সূত্র ও সাংবাদিকদের তথ্য অনুযায়ী, শাহিন কলকাতার নিউটাউনে নিজস্ব ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করছেন এবং সেখানে মধুচক্র ও মিনি বার পরিচালনার সঙ্গে জড়িত থাকার অভ

৭ ঘণ্টা আগে

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এক ভয়াবহ সহিংস ঘটনায় আবু সুফিয়ান সিজু (২৫) নামে এক তরুণকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। হামলায় তার দুই হাত ও একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে এবং মামলা হয়েছে।

১১ ঘণ্টা আগে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাড়িতে ঢুকে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

১ দিন আগে