ফেনীতে ব্যাংক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

প্রতিনিধি
ফেনী
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১০: ৩৬
Thumbnail image
ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফাররুক। ছবি : নিখাদ খবর

ফেনীতে চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে ফেনী জেলা ছাত্রদলের সহসভাপতি রিয়াদ উল করিমের বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে শহরের একাডেমি রোডের গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিয়াদ উল করিম দুপুরে ব্যাংকে এফডিআরের টাকা উত্তোলনের জন্য যান। তবে চাহিদা অনুযায়ী টাকা দিতে ব্যাংক কর্তৃপক্ষ কিছু সময় চাইলে রিয়াদ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তিনি ব্যাংক কর্মকর্তা ওমর ফারুককে অকথ্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘আমি তাকে জানিয়েছিলাম যে শিগগির তার টাকা প্রদান করা হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরও নেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করেই তিনি আমাকে গালাগাল করতে শুরু করেন এবং আমার নাকে আঘাত করেন, যার ফলে রক্তপাত হয়।’

অভিযুক্ত ছাত্রদল নেতা রিয়াদ উল করিম। ছবি : নিখাদ খবর
অভিযুক্ত ছাত্রদল নেতা রিয়াদ উল করিম। ছবি : নিখাদ খবর

গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী বলেন, ‘সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছিল। তবে গ্রাহকের টাকা দেওয়ার চেষ্টা চলছে। সোমবার রিয়াদ উল করিমের সঞ্চয়ী হিসাবের সব টাকা পরিশোধ করা হয়। কিন্তু এফডিআরের ৯ লাখ টাকা শিগগির দেওয়া হবে জানানো হয়েছিল। এর পরও তিনি রাগান্বিত হয়ে কর্মকর্তার ওপর হামলা করেছেন।’

অভিযোগ প্রসঙ্গে রিয়াদ উল করিম বলেন, ‘কয়েক মাস ধরে আমি টাকার জন্য ব্যাংকে যাচ্ছিলাম। কিন্তু তারা বারবার সময় নিচ্ছিল। আজও টাকা চাইলে কিছু কথা-কাটাকাটি হয়েছে। তবে মারধরের অভিযোগ সত্য নয়।’

এ বিষয়ে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ‘ব্যক্তিগত কর্মকাণ্ডে কেউ সংগঠনের নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। অথচ মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ৪ হাজার কোটি টাকা লুটপাটের নায়ক এমদাদ উল্লাহ মিয়ান (৫৭০৪) এখনো কৃষি সচিব হিসেবে বহাল আছেন।

৫ ঘণ্টা আগে

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল ) হাসানুর রহমান খান জানান, এঘটনায় মা পারুল বেগমকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

৯ ঘণ্টা আগে

রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

১ দিন আগে

জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।

২ দিন আগে