মাদক সেবনে বাধা দেয়ায় খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম

প্রতিনিধি
খুলনা
Thumbnail image

খুলনার রূপসায় নৈহাটি ইউনিয়য়নের মাছুয়াডাঙ্গা গ্রামে মাদক সেবনের প্রতিবাদ করায় ৩ যুবককে কুপিয়ে জখম করেছে মাদকসেবীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে দ্রুত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতরা হলেন, মাছুয়াডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের পুত্র মনির শেখ (২৯), নুর ইসলামের পুত্র তারেক শেখ (৪২) এবং আমদাবাদ গ্রামের আলামিন শেখের পুত্র ইয়াকুব হোসেন রিয়াল। এর মধ্যে তারেকের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে মাছুয়াডাঙ্গা এবং আমদাবাদ গ্রামের কতিপয় যুবক মাছুয়াডাঙ্গার কামালের বাড়ির সন্নিকটে মাদক সেবন করছিল। এ সময় মনির শেখ এবং তারেক শেখসহ কয়েক যুবক তাদেরকে ধাওয়া করে। এর পরিপেক্ষিতে মাদক সেবনকারী ও বিক্রেতা আবু তালেব এবং মোতালেবের নেতৃত্বে সংঘবদ্ধ দুর্বৃত্তরা প্রতিবাদকারী মনির শেখ, তারেক শেখ এবং ইয়াকুব হোসেন রিয়ালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাদের চিৎকারে আশেপাশের লোক এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসীর উদ্ধার করে আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত তারেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে একটি সূত্র জানায় মাদকসেবীরা হামলা করে উল্টো থানায় যায় আহতদের বিরুদ্ধে অভিযোগ করতে। ঘটনার পর থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনাটি আমি শুনেছি। আমাদের পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৩ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৩ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৫ দিন আগে

বরিশাল নগরীর রূপাতলীতে মুখোশ পরে গভীর রাতে পুলিশ পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগের সদস্যরা তল্লাশির নামে এক ব্যবসায়ীর বাসার মালামাল তছনছ করে ।

৫ দিন আগে