কুমিল্লা মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলা

প্রতিনিধি
কুমিল্লা
আপডেট : ২২ মার্চ ২০২৫, ১১: ৫৮
Thumbnail image
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে খবর সংগ্রহ করতে যমুনা টেলিভিশন ও চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টারসহ চার সাংবাদিক হামলার শিকার হয়েছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে নগরীর ধর্মপুর এলাকার পারুল নামে এক নারীর মৃত্যুর খবর পেয়ে সেখানে যান সাংবাদিকরা।

অভিযোগ উঠেছে, ‘অস্বাভাবিকভাবে’ এক নারীর মৃত্যুর অভিযোগে তথ্য সংগ্রহ করতে গিয়ে এই হামলার শিকার হন তারা। এ সময় রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছোড়ে যৌথ বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারুল নামে এক নারীকে অন্য আরেকজন রোগীর ইনজেকশন পুশ করার অভিযোগ ওঠে এক চিকিৎসকদের বিরুদ্ধে। এর কিছুক্ষণ পর পারুলের মৃত্যু হয়। এ নিয়ে রোগীর স্বজনরা প্রতিবাদ করলে ইন্টার্ন চিকিৎসকরা তাদের হাসপাতাল থেকে বের করে দেয়।

পরে খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান খোকন চৌধুরী, ভিডিও জার্নালিস্ট জিহাদুল ইসলাম সাকিব, চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার ও ভিডিও জার্নালিস্টের ওপর হামলা করে ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেলের শিক্ষার্থীরা। এ ছাড়া সাংবাদিকদের সঙ্গে থাকা ক্যামেরা, মোবাইল ফোন ও মাইক্রোফোন কেড়ে নেয় তারা।

এরপর ঘটনাস্থলে গিয়ে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। পরে আহত সাংবাদিকদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে আসে। এ ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সভাপতি কামাল আব্দুল নাসের চৌধুরি হত্যা মামলায় কারাগারে রয়েছেন। অথচ মুজিব শতবর্ষ উদ্‌যাপন কমিটির সদস্য সচিব ৪ হাজার কোটি টাকা লুটপাটের নায়ক এমদাদ উল্লাহ মিয়ান (৫৭০৪) এখনো কৃষি সচিব হিসেবে বহাল আছেন।

৪ ঘণ্টা আগে

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল ) হাসানুর রহমান খান জানান, এঘটনায় মা পারুল বেগমকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

৯ ঘণ্টা আগে

রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

১ দিন আগে

জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।

২ দিন আগে