মোহাম্মদপুরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা, আহত ৫

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬: ৩৭
Thumbnail image

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে পুলিশ। হামলায় মোহাম্মদপুর থানা পুলিশের তিন এসআই ও এক এএসআইসহ চার পুলিশ সদস্য এবং স্থানীয় এক সোর্স গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর রায়েরবাজার বোর্ড ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম ও এএসআই সোহেল রানা।

জানা যায়, সন্ধ্যায় বসিলার বোর্টঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলার আসামিদের ধরতে অভিযানে গেলে নারী-পুরুষ মিলে পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তারা পুলিশ সদস্যদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওই ঘটনায় ৪ পুলিশ আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, রায়ের বাজার এলাকায় মাদকের রমরমা ব্যবসা মূলত কিশোর গ্যাং গ্রুপগুলো টিকিয়ে রেখেছে। কেউ মাদক বন্ধ করতে আসলে কিংবা মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে আসলেই তাদের ওপর কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা হামলা চালায়।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, বুধবারের এ ঘটনার পর ঘটনাস্থলে অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হামলা নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের আদাচাইরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা করেছে।

১ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৪ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৪ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৬ দিন আগে