ভোলায় প্যানেল চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি
ভোলা
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১১: ৪৩
Thumbnail image
প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী ও সচিব নিয়াজ মোর্শেদ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী ও সচিব নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে লাখ লাখ টাকা দুর্নীতি করে আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে অর্থ আত্মসাৎকারী প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরীর বিরুদ্ধে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্যরা অনাস্থা প্রকাশ করে তাদের স্বাক্ষরিত অনাস্থা কপি ভোলা জেলা প্রশাসক, দৌলতখান উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। অন্যদিকে নতুন প্যানেল চেয়ারম্যান নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর সুপারিশপত্র দাখিল করেছেন বিক্ষুব্ধ ইউপি সদস্যরা। তবে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্নীতিবাজ প্যানেল চেয়ারম্যান ও সচিব নিয়াজ মোর্শেদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেয়নি বলে তারা জানান। জানা গেছে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে আছেন এই দুর্নীতিবাজরা।

এ ব্যাপারে উত্তর জয়নগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের লিখিত অভিযোগ ও ভিডিও বক্তব্য সূত্রে জানা গেছে, মিলন চৌধুরী প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদ মাসিক সভা করেননি। তিনি গোপনে কিছু সদস্যকে ভয় দেখিয়ে নোটিশবই ও হাজিরা খাতায় স্বাক্ষর নেন। মাসিক সভা সঠিক নিয়মে না করায় উন্নয়ন কাজ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না এবং সাধারণ জনগণও ইউনিয়নের কোনো তথ্য জানতে পারছে না।

২০২৩-২৪ অর্থবছরের ১৪ লাখ ৫৪ হাজার টাকা ইউনিয়ন পরিষদ উন্নয়ন খাতে বরাদ্দ প্রদান করা হলেও এ টাকায় ৫টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। কোনো কাজ না করে ইউপি তহবিল থেকে এ টাকা উত্তোলন করে প্যানেল চেয়ারম্যান নিয়ে যান। সোনালী ব্যাংক লিমিটেড, দৌলতখান শাখায় টাকা উত্তোলনের তথ্য জানতে চাইলে ব্যাংক স্টেটমেন্ট না দিয়ে বলেন, টাকা উত্তোলন করা হয়েছে, কিন্তু ব্যাংক স্টেটমেন্ট দেওয়া যাবে না।

চলতি বছর টিআর নগদ অর্থ ১৬ লাখ ৫০ হাজার টাকা, কাবিটা ১৮ লাখ ৫০ হাজার, কাবিখা ১২ হাজার মেট্রিকটন চাল/গম এবং ইউপি উন্নয়ন খাতে ৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইউপি সভা না করে প্যানেল চেয়ারম্যান সচিবকে নিয়ে ইচ্ছামতো প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প গ্রহণ করে অনুমোদনের জন্য প্রেরণ করেছেন।

ইউনিয়ন পরিষদ তহবিল থেকে ৫০ হাজার টাকা উত্তোলন করে প্যানেল চেয়ারম্যান নিজ কাজে ব্যয় করেন। সচিবের কাছে হিসাব জানতে চাইলে ইউপি সদস্যদের হিসাব দিচ্ছেন না।

মিলন চৌধুরী প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রেড লাইসেন্স প্রদান করে আদায়কৃত টাকা ইউপি তহবিলে জমা না করে নিজের ইচ্ছামতো ব্যয় করেন। ইউপি হিসাবের বাইরে ভুয়া নম্বর দিয়ে ট্রেড লাইসেন্স প্রদান করে টাকা আত্মসাৎ করছেন।

২০২৪-২৫ অর্থবছরে অনুমান ২৪ লাখ টাকার ওপরে ট্যাক্স আদায় করা হয়েছে। ওই টাকার কিছু অংশ ইউনিয়ন তহবিলে জমা করা হয়েছে। জমাকৃত টাকার বেশিরভাগ উত্তোলন করে আত্মসাৎ করেছেন।

প্যানেল চেয়ারম্যান বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা এবং ভিজিডি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে ৫ হাজার টাকা করে নিয়েছেন।

বিগত দিনগুলোতে প্যানেল চেয়ারম্যান ভিজিডি ও জেলেদের বিজিএফের চাল উত্তোলন করে কিছু চাল জেলে এবং সাধারণ মানুষের মধ্যে বিতরণ করেন, অবশিষ্ট চাল বিক্রি করে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান মিলন চৌধুরী ও সচিব নিয়াজ মোর্শেদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করেন।

এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের আদাচাইরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা করেছে।

৯ ঘণ্টা আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৪ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৪ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৫ দিন আগে