২০ লাখ টাকার স্থাপনা সাড়ে ৩ লাখে বিক্রি!

সাটুরিয়ায় নিলামে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি
মানিকগঞ্জ
Thumbnail image
ছবি: প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি পরিত্যক্ত ছয়টি ভবন নিলামে বিক্রি সংক্রান্ত ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার ও বাসিন্দারা দাবি করেছেন, নিলাম প্রক্রিয়ায় সরকারি নিয়ম-বিধি মানা হয়নি, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং প্রশাসনের যোগসাজশে ‘সাজানো নিলাম’ সম্পন্ন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ নভেম্বর অনুষ্ঠিত নিলামে উপজেলা অফিসার্স ক্লাবের সিআইসিটি ভবন, পুরোনো পানির পাম্প, উপজেলা পরিষদের পুরোনো হলরুম, একটি টয়লেট এবং ‘জবা’ ও ‘পদ্মা’ নামে দুটি দ্বিতল কোয়ার্টার—মোট ছয়টি ভবন বিক্রি করা হয়। স্থানীয়দের দাবি, এসব ভবনের বাজারমূল্য অন্তত ২০ লাখ টাকা হলেও নিলাম সম্পন্ন হয় মাত্র ৩ লাখ ৪৪ হাজার ৫০০ টাকায়।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

ঠিকাদাররা অভিযোগ করেন, উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে নিলামের কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি, স্থানীয় বা জাতীয় কোনো পত্রিকাতেও বিজ্ঞাপন প্রকাশ করা হয়নি। এ নিয়ে তারা ইউএনও এবং উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে যোগসাজশের অভিযোগ তোলেন। নিলামের কাগজপত্রে স্থানীয় দুই সাংবাদিকসহ মোট ১০ জনকে “অংশগ্রহণকারী” হিসেবে দেখানো হয়েছে, যাদের বেশির ভাগ ঠিকাদার নন। নাম তালিকায় থাকার বিনিময়ে তাদেরকে দেড় লাখ টাকা দেওয়ার কথাও ওঠেছে।

সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮ এবং সরকারি সম্পত্তি অপসারণ বিধিমালা অনুযায়ী উন্মুক্ত নিলাম, বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন কমিটির মাধ্যমে মূল্য নির্ধারণ বাধ্যতামূলক। তবে অভিযোগে বলা হয়েছে, এই নিয়মগুলো একটিও অনুসরণ করা হয়নি।

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

এ পরিস্থিতিতে সাটুরিয়ার ২১ জন ঠিকাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন। তারা নিলাম বাতিল করে নিয়ম অনুসারে পুনরায় নিলাম আহ্বান করার দাবি তুলেছেন। স্থানীয় ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরাও জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

উপজেলা প্রকৌশলী মো. ইমরুল হাসান বলেন,

“সরকারি বিধি অনুসরণ করে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।”

অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, বিষয়টি জানা নেই, তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দুর্নীতি নিয়ে আরও পড়ুন

খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে সংঘটিত দুই হত্যাকাণ্ডের মামলায়, নিহত হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনের পরিবার মামলা না করার কারণে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে

১৮ ঘণ্টা আগে

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সরকারি পরিত্যক্ত ছয়টি ভবন নিলামে বিক্রি সংক্রান্ত ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদার ও বাসিন্দারা দাবি করেছেন, নিলাম প্রক্রিয়ায় সরকারি নিয়ম-বিধি মানা হয়নি, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি এবং প্রশাসনের যোগসাজশে ‘সাজানো নিলাম’ সম্পন্ন করা হয়েছে

১৮ ঘণ্টা আগে

শিবপুর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর মোঃ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, তিনি টাকা ছাড়া কোনো কাজই করেন না

১ দিন আগে

ঝিনাইদহ সদর থানার চাঞ্চল্যকর মুরাদ হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর পলাতক আসামি আলম (৫০) কে র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প মঙ্গলবার গ্রেফতার করেছে

১ দিন আগে