২ লক্ষ ১০ হাজার ইয়াবাসহ ৫ যুবক আটক

প্রতিনিধি
Thumbnail image

কক্সবাজারের টেকনাফে দুটি যৌথ অভিযানে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ যুবককে আটক করেছে কোস্ট গার্ড ও র‍্যাব।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সমুদ্রপথে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। তথ্যের ভিত্তিতে মধ্যরাত সাড়ে ১২টায় কোস্ট গার্ডের বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও র‍্যাব-১৫ সিপিসি-১ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহজনক একটি কাঠের নৌকা তল্লাশি চালিয়ে ১০,০০০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়। তারা হলেন—শফি (১৭), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) ও মঞ্জুর আলম (৩০), যারা টেকনাফের বাসিন্দা।

অন্যদিকে, রাত ৩টায় সাবরাং খুড়ের মুখ এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাবের সমন্বয়ে আরও একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি কাঠের নৌকা তল্লাশি করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা পানিতে অর্ধনিমজ্জিত একটি বস্তা থেকে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক কারবারিরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

মাদক নিয়ে আরও পড়ুন

সুন্দরবনের আদাচাইরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর দুই সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা করেছে।

১ দিন আগে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক হুইপ ও খুলনা-১ সাবেক সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৪ দিন আগে

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

৪ দিন আগে

নরসিংদী গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী (সিভিল) মো. ইকরামুল হাসান চৌধুরি যেন টাকার মেশিন। ছোট চাকুরি করেও রাতারাতি শত কোটি টাকার মালিক বনে গেছেন। ঘুষ নেন অভিনব কায়দায়। থাকেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেকে আড়াল করে রাখতেই বেশী পছন্দ করেন তিনি। দিনের বেলায় অফিসে আসেন না এই কর্মকর্তা।

৬ দিন আগে