যৌথবাহিনী পরিচালিত অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় আরও ৫৮৫ জন গ্রেফতার হয়েছেন। পাশাপাশি অন্যান্য মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৪৯৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
মহেশখালীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সাবেক উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশার হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করে কক্সবাজারের আলোচিত মাদক ও স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের মূল হোতা জসিম উদ্দিন নাহিদ।
কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) রহমত উল্লাহ'র ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ ওঠে। যা ফলাও করে প্রকাশিত হয় একটি জাতীয় দৈনিকে। প্রতিবেদনে উঠে আসে, এসপি রহমত উল্লাহ’র বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার একাধিক তথ্য-প্রমাণ।