খুলনায় ইজিবাইকচালক হত্যায় ৫জন গ্রেফতার

প্রতিনিধি
খুলনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

ইজিবাইক চালক জাহিদুর হাওলাদার হত্যায় জড়িত থাকার সন্দেহে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিশেষ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদেরকে চিহ্নিত ও গ্রেফতার ছাড়াও উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইক।

জানা গেছে, গত ২১ জুন জাহিদুর হাওলাদার নিখোঁজ হয়েছে মর্মে হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পিতা কিবরিয়া হাওলাদার। পরবর্তীতে ২২ জুন কেডিএর ময়ূর আবাসিকের ভিতরে স্টীলের ব্রীজের উত্তর পাশে ডি-ব্লকের প্লটে একটি লাশ পড়ে আছে মর্মে সংবাদ পায় হরিণটানা থানা পুলিশ। ইতোমধ্যে জিডির বাদীকে তার পরিবারের লোকজনসহ ঘটনাস্থলে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করে থানা পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিধেয় বস্ত্র দেখে লাশটি জাহিদুর হাওলাদার (৪৯)-এর মর্মে সনাক্ত করেন বাদীসহ নিহতের পরিবারের সদস্যরা। এ ঘটনায় হরিণটানা থানায় একটি হত্যা মামলা দায়ের হয় (নং-০৬, তাং-২২/০৬/২০২৫)।

আরও জানা যায়, মামলা রুজু হওয়ার পর হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত এবং গ্রেফতারের জন্য হরিণটানা থানা এলাকা, দাকোপ এবং যশোরের বেনাপোলে অভিযান পরিচালনা করে নগর পুলিশ। অভিযানে বাগেরহাট সদরের ভাতছালা এলাকার সিরাজুল ইসলাম হৃদয় (১৯), দাকোপের নলিয়ান (সুতারখালী) এলাকার বাপ্পী খান ওরফে রায়হান ওরফে চিতা (২০) ও নাজমুল গাজী ওরফে লাদেন (২৫), যশোর কোতয়ালীর গাছগাছি এলাকার ইকবাল গাজী (৩০), বেনাপোল বন্দরের ভবেরবেড় এলাকার আসাদুল মোল্লাকে (২৮) গ্রেফতার করা হয়। আসামিদের হেফাজত হতে ভিকটিম জাহিদ হাওলাদারের ইজিবাইক এবং ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায় আসামিরা কেডিএ’র ময়ূর আবাসিকের ভিতরে ঘোরার কথা বলে গল্লামারী­ হতে ভিকটিমের ইজিবাইক রিজার্ভ ভাড়া করে। আবাসিকের ভেতরে প্রবেশ করার পর সুযোগ বুঝে জোরপূর্বক ইজিবাইক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ভিকটিম বাধা দেয়। তখন আসামিরা ছুরিকাঘাতের মাধ্যমে জাহিদুর হাওলাদারের মৃত্যু নিশ্চিত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। যা প্রাথমিক তদন্তে পাওয়া গেছে।

গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয় সোমবার। পরে আদালত আসামীদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

ঝিনাইদহের শৈলকুপায় নিখোঁজের একদিন পর মসিউল আলম রজু মিয়া (৮৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ১৭ মাইল এলাকার কানাপুকুরিয়া খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

৩ ঘণ্টা আগে

ইউএনও'র জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যবহার করছেন তার স্বামী। রোজ সকালে অফিসে যাওয়া ও অফিস শেষে বাড়ি ফেরার কাজে ব্যবহার হচ্ছে এই গাড়িটি। যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে উপজেলাজুড়ে৷

৩ ঘণ্টা আগে

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোটো সুমন বাহিনীর ৪ সহযোগীকে আটক করেছে কোস্টগার্ড । এ সময় উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।

৩ ঘণ্টা আগে

ঝিনাইদহের মহেশপুরে চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আদমপুর আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

২ দিন আগে