বরগুনা
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গোলাগুলিতে ১১ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত আনোয়ার হোসেন রিপন (৫৫) নিহত হয়েছেন।
শনিবার রাতে গোলাগুলির ঘটনায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মো. আনোয়ার হোসেন রিপন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামের মতি সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, শনিবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকা থেকে তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
এ সময় কেউ একজন তাকে গুলি করেন। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে মারা যান তিনি।
জানা গেছে, শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী বামনা উপজেলার হোগলপাতি গ্রামে আফজাল মাস্টারের বাড়িতে তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে।
পরে পুলিশ ও ডাকাত দলের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় ডাকাত রিপন গুলিবিদ্ধ হন; অন্যরা পালিয়ে যান। রাতেই তাকে উদ্ধার করে প্রথমে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি ঘটলে বরগুনা জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ডাকাত রিপন মারা যান।
এ ঘটনায় বামনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গোলাগুলিতে ১১ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত আনোয়ার হোসেন রিপন (৫৫) নিহত হয়েছেন।
শনিবার রাতে গোলাগুলির ঘটনায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
রোববার (২৪ মে) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মো. আনোয়ার হোসেন রিপন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামের মতি সরদারের ছেলে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, একটি পাইপগান ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।
এর আগে, শনিবার (২৪ মে) দিবাগত রাত আড়াইটার দিকে বামনা উপজেলা ডৌয়াতলা ইউনিয়নের হোগলপাতি এলাকা থেকে তাকে আটক করে গণপিটুনি দেয় স্থানীয়রা।
এ সময় কেউ একজন তাকে গুলি করেন। গুলিটি তার পায়ে বিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ১২টার দিকে মারা যান তিনি।
জানা গেছে, শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী বামনা উপজেলার হোগলপাতি গ্রামে আফজাল মাস্টারের বাড়িতে তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে।
পরে পুলিশ ও ডাকাত দলের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় ডাকাত রিপন গুলিবিদ্ধ হন; অন্যরা পালিয়ে যান। রাতেই তাকে উদ্ধার করে প্রথমে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি ঘটলে বরগুনা জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ডাকাত রিপন মারা যান।
এ ঘটনায় বামনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।
রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
১৬ ঘণ্টা আগেজ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।
২ দিন আগেজামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
৪ দিন আগেঅভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।
৫ দিন আগেরাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, অবৈধ দখলদার, ডাকাত সদস্য, অবৈধ বালি উত্তোলনকারী, মাদক ব্যবসায়ী এবং মাদকাসক্তসহ মোট ৩২৮ জনকে গ্রেফতার করা হয়।