হবিগঞ্জে জামায়াত নেতার স্ত্রীকে হত্যা

প্রতিনিধি
হবিগঞ্জ
Thumbnail image
উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা

হবিগঞ্জের বাহুবল উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল আহাদ ইবনে মালেকের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে নিজ বাসায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম জানান।

নিহত মিনারা বেগম (৩৮) উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্ব পালন করতেন। তিনি মিরপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, বিকেলে আওয়ামী কর্মীদের গ্রেপ্তার করতে পুলিশ গ্রামে আসছিল। এর জের ধরেই হয়তো আওয়ামী লীগের লোকজন জামায়াত নেতা আহাদকে না পেয়ে তার স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান, বাহুবল সার্কেল জহিরুল ইসলাম, বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউএনও মো. গিয়াস উদ্দীন ঘটনাস্থলে যান। পিবিআই ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

নিহতের স্বামী আব্দুল আহাদ জানান, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তিনি উপজেলায় সরকারি প্রোগ্রাম শেষ করে হবিগঞ্জে রোকন বৈঠকে যান। বৈঠক শেষ করে সন্ধ্যার পর বাড়িতে এসে দেখেন দরজা খোলা, ঘরের লাইট বন্ধ। পরে লাইট জ্বালিয়ে দেখেন তার ৭ মাসের সন্তান খাটের নিচে পড়ে আছে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে আটক করেছে পুলিশ।

৩ ঘণ্টা আগে

অসদাচারণ ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা,অসদাচারণ ও দুর্নীতির তদন্ত আগামী শুরু ৩০ জুলাই শুরু হচ্ছে। খাগড়াছড়ি সার্কিট হাউজে তার বিরুদ্ধে তথ্য-প্রমাণ নিয়ে হাজির হতে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়

১ দিন আগে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন।

২ দিন আগে

ডাকাতরা নগদ ৮ লাখ টাকা, সোনার গয়না ও বাড়ির মূল্যবান জিনিস লুঠ করে। বুধবার রাত ২টায় কিশোরগঞ্জ সদর ইউপির মুশা বটতলা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মুরগী ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকীর বাড়িতে এ ডাকাতি হয়।

২ দিন আগে