জামালপুরে র‍্যাব সদস্যের স্ত্রীকে হত্যা করে স্বর্ণালঙ্কার চুরি

প্রতিনিধি
Thumbnail image
ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে র‍্যাব সদস্যের স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা এবং স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) গভীর রাতে পৌরসভার গণময়দানের এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত লিপি আক্তার ওই এলাকার মহর আলীর স্ত্রী। মহর আলী বর্তমানে র‍্যাব-২-এ এসআই পদে কর্মরত আছেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্ছু মিয়া জানান, রাত আনুমানিক ১টা থেকে ৪টার মধ্যে চোর জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। লিপি আক্তার বিষয়টি টের পেয়ে চিনে ফেলার পর তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তার স্বর্ণালঙ্কার চুরি করে নেওয়া হয়।

মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।

তিন সন্তানের জননী লিপি আক্তার রাতে তার আট বছরের কন্যাকে সঙ্গে নিয়ে বাড়িতে ছিলেন, আর দুই ছেলে নানা বাড়িতে ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

হত্যা নিয়ে আরও পড়ুন

মানিকগঞ্জের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যালয়ে বদলি–সংক্রান্ত দীর্ঘ বিরোধের কারণে প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দুই মাস আগে বদলি হওয়া সার গুদামের উপসহকারী পরিচালক মেহেদী হাসান এখনো কার্যালয়ের উপসহকারী পরিচালকের কক্ষে তালা ঝুলিয়ে রেখেছেন।

২ দিন আগে

রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আরও দুই ব্যক্তির নামে সাইবার-সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি এখনও আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। অভিযোগ দায়ের করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় নেতা আরিয়ান আহমেদ।

২ দিন আগে

কুড়িগ্রামের রৌমারী উপজেলা খাদ্য পরিদর্শক ও সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি চাল সংগ্রহ ও বিতরণে অনিয়মের অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। একই সঙ্গে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের অস্বাভাবিক লেনদেনও প্রকাশ হয

২ দিন আগে

খুলনা ওয়াসার আলোচিত ফেস-২ প্রকল্পে নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলামকে প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে রুটিন দায়িত্ব প্রদান করা হয়েছে। তবে একজন বিতর্কিত কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের কারণে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

২ দিন আগে