নজরুল ইসলাম

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার অনিয়মের প্রধান হোতা বিন্দাবন বিশ্বাস । নকশাকারক পদে চাকুরি করলেও এখন আর এ পদে তার কাজ নেই। জমি অধিগ্রহণ শাখার (এলএ) সকল গোপন নথিপত্র রিসিভসহ চিঠিপত্র নিয়ে কাজ করছেন তিনি। এ সুবাদে জমি অধিগ্রহণের নামে যে অনিয়ম হয় এই অনিয়মের মাফিয়া চক্রের ডন তিনি।
এই চক্রে রয়েছে একাধিক সদস্য। মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এলএ শাখায় আসলে সবার আগে দেখতে পান এই বিন্দাবন বিশ্বাস। সে সুযোগে গোপন নথি ছবি তুলে পাঠিয়ে দেন অধিগ্রহণ বাণিজ্যের মাফিয়া চক্রের হাতে।
যেখানেই সরকার জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেন সেখানেই জমি কেনা থেকে শুরু করে বড় বড় স্থাপনা নির্মাণে তাদের সাথে বিন্দাবন থাকেন অলিখিত পার্টনার হিসেবে। এসব করে অভাব অনটনের সংসারে নানা বাড়িতে বড় হওয়া বিন্দাবন এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ১৫ থেকে ২০ হাজার টাকার চাকরি করা বিন্দাবন এখন ৩টা বাড়িসহ কয়েক কোটি টাকার জমির মালিক। পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে এফডিআর ।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার মাধবদীর বালুচর এলাকায় নতুন করে নির্মাণ হওয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয় বিন্দাবন, হানিফ, সৈকত সাহা ও সরোজ সাহারা। বিন্দাবন জমি গুলো ক্রয় করেন ব্যবসায়ী সরোজ সাহা ও সৈকত সাহার নামে। আর জমি গুলো তাদের ক্রয় করে দেন স্থানীয় জমির দালাল কাজল মিয়া। ডিসি অফিস থেকে বিল ছাড়ানোর সকল কাজ করেন বিন্দাবন। তার বিনিময়ে পেয়েছেন তিনি ১ কোটি টাকা। জেলা প্রশাসকের কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তাও এই চক্রের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।
বালুচর এলাকার কাজল মিয়া ও সাহেব আলী জানান, বিল উঠানোর সময় গিয়ে বিন্দাবনকে চিনেছি। এরা আমাদেরকে যে টাকা দেয়ার কথা ছিল তারা সে টাকা দেয়নি।
দালাল কাজল জানায়, নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত ইঞ্জিনিয়ার হানিফ প্রথমে নরসিংদীর ব্যবসায়ী সুরোজ সাহাকে ইনভেস্টর হিসাবে নিয়ে আসেন বালুচর এলাকায়। এখানে কয়েক বিঘা জমি ক্রয় করেন তিনি। আর জমিগুলো ক্রয় করে দেই আমি নিজেই। আমাকে যে পরিমাণ টাকা কথা ছিল বিল পাওয়ার পরে সে পরিমান টাকা দেয়নি। আরো অনেকেই এখান থেকে বড় বড় বিল উত্তোলন করেছেন সবচেয়ে বড় বিল নিয়েছেন জামান মোল্লা।
এ বিষয়ে জানার জন্য বিন্দাবনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এর আগে ‘বিন্দাবনের হাতে সম্পদের পাহাড়’ শিরোনামে নিখাদ খবরে সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার লোক দিয়ে আর নিউজ না করার জন্য অর্থ প্রদানের প্রলোভন দেখিয়ে আসছেন। কথোপকথনের এমন কিছু অডিও রয়েছে নিখাদ খবরের হাতে ।

নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখার অনিয়মের প্রধান হোতা বিন্দাবন বিশ্বাস । নকশাকারক পদে চাকুরি করলেও এখন আর এ পদে তার কাজ নেই। জমি অধিগ্রহণ শাখার (এলএ) সকল গোপন নথিপত্র রিসিভসহ চিঠিপত্র নিয়ে কাজ করছেন তিনি। এ সুবাদে জমি অধিগ্রহণের নামে যে অনিয়ম হয় এই অনিয়মের মাফিয়া চক্রের ডন তিনি।
এই চক্রে রয়েছে একাধিক সদস্য। মন্ত্রণালয় থেকে কোনো চিঠি এলএ শাখায় আসলে সবার আগে দেখতে পান এই বিন্দাবন বিশ্বাস। সে সুযোগে গোপন নথি ছবি তুলে পাঠিয়ে দেন অধিগ্রহণ বাণিজ্যের মাফিয়া চক্রের হাতে।
যেখানেই সরকার জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেন সেখানেই জমি কেনা থেকে শুরু করে বড় বড় স্থাপনা নির্মাণে তাদের সাথে বিন্দাবন থাকেন অলিখিত পার্টনার হিসেবে। এসব করে অভাব অনটনের সংসারে নানা বাড়িতে বড় হওয়া বিন্দাবন এখন কোটি কোটি টাকার মালিক বনে গেছেন। ১৫ থেকে ২০ হাজার টাকার চাকরি করা বিন্দাবন এখন ৩টা বাড়িসহ কয়েক কোটি টাকার জমির মালিক। পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে এফডিআর ।
খোঁজ নিয়ে জানা যায়, জেলার মাধবদীর বালুচর এলাকায় নতুন করে নির্মাণ হওয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প থেকে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেয় বিন্দাবন, হানিফ, সৈকত সাহা ও সরোজ সাহারা। বিন্দাবন জমি গুলো ক্রয় করেন ব্যবসায়ী সরোজ সাহা ও সৈকত সাহার নামে। আর জমি গুলো তাদের ক্রয় করে দেন স্থানীয় জমির দালাল কাজল মিয়া। ডিসি অফিস থেকে বিল ছাড়ানোর সকল কাজ করেন বিন্দাবন। তার বিনিময়ে পেয়েছেন তিনি ১ কোটি টাকা। জেলা প্রশাসকের কার্যালয়ের কিছু অসাধু কর্মকর্তাও এই চক্রের সাথে জড়িত রয়েছে বলে জানা গেছে।
বালুচর এলাকার কাজল মিয়া ও সাহেব আলী জানান, বিল উঠানোর সময় গিয়ে বিন্দাবনকে চিনেছি। এরা আমাদেরকে যে টাকা দেয়ার কথা ছিল তারা সে টাকা দেয়নি।
দালাল কাজল জানায়, নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-২ এ কর্মরত ইঞ্জিনিয়ার হানিফ প্রথমে নরসিংদীর ব্যবসায়ী সুরোজ সাহাকে ইনভেস্টর হিসাবে নিয়ে আসেন বালুচর এলাকায়। এখানে কয়েক বিঘা জমি ক্রয় করেন তিনি। আর জমিগুলো ক্রয় করে দেই আমি নিজেই। আমাকে যে পরিমাণ টাকা কথা ছিল বিল পাওয়ার পরে সে পরিমান টাকা দেয়নি। আরো অনেকেই এখান থেকে বড় বড় বিল উত্তোলন করেছেন সবচেয়ে বড় বিল নিয়েছেন জামান মোল্লা।
এ বিষয়ে জানার জন্য বিন্দাবনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে এর আগে ‘বিন্দাবনের হাতে সম্পদের পাহাড়’ শিরোনামে নিখাদ খবরে সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন শ্রেণী পেশার লোক দিয়ে আর নিউজ না করার জন্য অর্থ প্রদানের প্রলোভন দেখিয়ে আসছেন। কথোপকথনের এমন কিছু অডিও রয়েছে নিখাদ খবরের হাতে ।

চট্টগ্রামের রাউজানে র্যাবের অভিযানে এক বিএনপি নেতার বাড়ি থেকে বন্দুকসহ বড় পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে
৬ ঘণ্টা আগে
মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
৬ ঘণ্টা আগে
করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী ওই ব্যাক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ড
১০ ঘণ্টা আগে
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১,৪৩২ জনকে গ্রেফতার করেছে
১ দিন আগেচট্টগ্রামের রাউজানে র্যাবের অভিযানে এক বিএনপি নেতার বাড়ি থেকে বন্দুকসহ বড় পরিমাণ ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে
মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
করিম শরীফ বাহিনীর অস্ত্র সরবরাহকারী ওই ব্যাক্তি হারবাড়িয়া সংলগ্ন নন্দবালা খাল এলাকা দিয়ে সুন্দরবনে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ড
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১,৪৩২ জনকে গ্রেফতার করেছে