‘বরিশালে ধর্ষণ মামলা তুলে নিতে বিএনপি সাবেক এমপির হুমকি’

প্রতিনিধি
বরিশাল
আপডেট : ১০ মে ২০২৫, ১৭: ৪৭
Thumbnail image

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন বাকেরগঞ্জ পৌরসভা ছাত্রদল আহ্বায়ক মো. রুহুল আমিন। সংবাদ সম্মেলন এমনটাই অভিযোগ করলেন,ধর্ষিতা এতিম যুবতী।

শনিবার (১০ মে) বেলা সাড়ে ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছর বরিশালের একটি ট্রেনিং ইনস্টিটিউট থেকে নার্সিং কোর্স শেষ করেছেন তিনি। তার বাবা বেঁচে নেই। বৃদ্ধা মা ও ছোট ভাইকে নিয়ে বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডে ভাড়া বাসায় বসবাস করি। একই এলাকায় বসবাস করার সুবাদে বাকেরগঞ্জ পৌর ছাত্রদল আহ্বায়ক মো. রুহুল আমিনের সাথে পরিচয় হয়। বিয়ে করবে করবে বলে দীর্ঘদিন ধর্ষণ করে।

উপায়ন্ত না পেয়ে আমি বাকেরগঞ্জ থানায় গত ২২ জানুয়ারি একটি ধর্ষণ মামলা দায়ের করি। ৩ মাস পেরিয়ে গেলেও থানা পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। উল্টো আপোষ মিমাংসার নামে গত ৭ মে বুধবার রাত ১১ টায় সাবেক এমপি ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান স্থানীয় দুই যুবদল নেতার মাধ্যমে আমাকে ও আমার মাকে তার বাড়ীতে ডেকে নেয়। সেখানে আগে থেকেই বাকেরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই তোফাজ্জল উপস্থিত।

সাবেক এমপি আবুল হোসেন খান আমার কোন কথা না শুনেই তিনি আমাকে রুহুলের নামে দায়ের করা মামলা তুলে নিতে বলেন। আর মামলা তুলে না নিলে সকালের মধ্যেই তিনি মামলা ফাইনাল দিবেন। এমনকি তিনি আমার নামে ২১১ ধারা দিবেন বলেও হুমকি দেন।

ইতিমধ্যে গত কয়েক দিন আগে বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার ও পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সভাপতি শেখ মাহমুদুর রহমান রিমন আমার বাসায় গিয়ে মামলা তুলে নিতে হুমকি দেয়। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ধর্ষণ নিয়ে আরও পড়ুন

বুধবার সাভারে সরকারি খাস জমি উদ্ধারের নোটিশ দিতে গিয়ে ভূমিদস্যুদের হামলার শিকার হয়েছেন ভূমি অফিসের কর্মকর্তারা। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলম নামে এক কর্মকর্তাকে সাভার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২ দিন আগে

সাতক্ষীরায় ঘুষ গ্রহণ ও দুর্নীতির দায়ে দুই ভূমি অফিস কর্মকর্তাকে (নায়েব) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তরা হলেন মুকিত আলী ও সিয়াব উদ্দিন ।

২ দিন আগে

চাহিদামতো টাকা দিতে না পারলেই বন্দী স্থানান্তর হচ্ছে নরসিংদী জেলা কারাগার থেকে। এই প্রক্রিয়ায় গত একমাসে প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই অবৈধ লেনদেনের সাথে জেলসুপার থেকে শুরু করে কারারক্ষীরা পর্যন্ত যুক্ত আছে বলে জানা গেছে।

৩ দিন আগে

রাজধানীর তুরাগ থানার দলিপাড়া এলাকা থেকে মোবাইল ফোন হারিয়ে ভোগান্তিতে পড়েছেন মো. জামাল উদ্দিন ভূঁইয়া (৪৬) নামের এক প্রকৌশলী। ঘটনার পর তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখন প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

৩ দিন আগে