সাতক্ষীরায় ধর্ষকদের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধি
সাতক্ষীরা
Thumbnail image

সাতক্ষীরায় কলেজ ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে ) সকালে আশাশুনি উপজেলার মৌলভী আব্দুল লতিফ কলেজের মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রভাষক দীপ্র মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একাদশ শ্রেণির ছাত্র ইব্রাহিম হোসেন, মেরিনা সুলতানা ও পুষ্পা সুলতানা প্রমূখ।

মানববন্ধনে মৌলভী আব্দুল লতিফ কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেন জানায়, তার এক সহপাঠী শিক্ষার্থীকে আনুলিয়া গ্রামের দুই লম্পট মফিজুল ইসলাম সানা ও আবু বক্কার সিদ্দিক প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৭ এপ্রিল কলেজে যাওয়ার পথে সু কৌশলে অপহরণ করে এবং রাতভর ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হলেও এখনো পর্যন্ত ধর্ষকরা গ্রেপ্তার হয়নি।

একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী মেরিনা সুলতানা জানান, আমাদের সহপাঠী বান্ধবীর সাথে যে ঘটনা ঘটেছে আমরা মানববন্ধন থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর যেন এমন ঘটনা কোন ছাত্রীর সাথে না ঘটে।

মৌলভী আব্দুল লতিফ কলেজের প্রভাষক দীপ্র মন্ডল বলেন, আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে ধর্ষকরা প্রকাশ্য ঘুরে বেড়ালো পুলিশ এখনো পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। তাহলে কি আমাদের ছেলেমেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেনা। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

ধর্ষিতা কলেজ ছাত্রী পিতা জানান, কলেজে যাওয়ার পথে আনুলিয়া গ্রামের দুই লম্পট জোরপূর্বক আমার মেয়েকে মাইক্রো যোগে উঠিয়ে নিয়ে যায়। এবং শারীরিক নির্যাতন চালায়। আমি ওই দুই ধর্ষকের বিরুদ্ধে কোর্টে মামলা করি। বর্তমান মামলাটি আশাশুনি থানার ওসির তদন্তের নির্দেশ দিয়েছেন। বর্তমান তারা আমাদেরকে দেশ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

মৌলভী আব্দুল লতিফ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস শাহানারা বেগম বলেন, আমার কলেজের একটি মেয়ের সাথে কয়েকদিন আগে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। আজকে এর প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে। আমরা কলেজের পক্ষ থেকে দুই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আরেফিন বলেন, কলেজছাত্রী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় কোর্টে মামলা হয়েছে। কোর্ট মামলাটি থানাকে নির্দেশ দিলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ধর্ষণ নিয়ে আরও পড়ুন

সাতক্ষীরা সহকারী পুলিশ সুপার( তালা সার্কেল ) হাসানুর রহমান খান জানান, এঘটনায় মা পারুল বেগমকে আটক করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।

২ ঘণ্টা আগে

রাজধানীর মিরপুর থেকে জমি নিয়ে জাল-জালিয়াতি ও প্রতারণার মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এরা হলেন-জয়নাল আবেদীন, জালাল এবং কাউসার। আসামিদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

১ দিন আগে

জ্ঞাত আয় বহির্ভূত এসব টাকা দিয়ে ঝিনাইদহ ছাড়াও তাঁর নিজ জেলা মাগুরা, যশোর ও নড়াইলে নামে-বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। এমনকি আওয়ামী লীগ শাসনামলে বিধি বহির্ভূত ভাবে পদায়ন ও জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নিয়েছেন তিনি।

২ দিন আগে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা;র বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সম্পদের তথ্য গোপন ও অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করায় এই মামলা করে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।

৪ দিন আগে