অনলাইন ডেস্ক

দেশে ইন্টারনেটের দাম কমানোর তিনটি স্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ফাইবার অ্যাট হোমের মাধ্যমে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানো হবে।
এছাড়া, সরকারের পক্ষ থেকে তিনটি বেসরকারি মোবাইল সেবাদাতাকে ইন্টারনেটের দাম কমানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্টের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা-সাহাযক ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, এই পদক্ষেপের মাধ্যমে চলমান উচ্চ মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির অ্যাসোসিয়েশন পাঁচ এমবি ইন্টারনেটের পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দিয়েছে। এর আগে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ দাম কমানোর ঘোষণা দেয়, এবং পাইকারি গ্রাহকদের জন্য আরও ১০ শতাংশ ছাড় দিয়ে মোট ২০ শতাংশ দাম কমানো হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখন শুধুমাত্র মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা বাকি।
তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলোকে ইতোমধ্যে ডিডব্লিউডিএম সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে, মোবাইল কোম্পানিগুলোর কাছে ইন্টারনেটের দাম না কমানোর কোনো যৌক্তিক কারণ বা অজুহাত অবশিষ্ট নেই।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, "সরকার মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে এবং যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে এবং পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়েছে। এখন তাদের পালা, তারা জাতীয় উদ্যোগে অংশ নিক।"
তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই তিনটি বেসরকারি মোবাইল কোম্পানি মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবেন।

দেশে ইন্টারনেটের দাম কমানোর তিনটি স্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ফাইবার অ্যাট হোমের মাধ্যমে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানো হবে।
এছাড়া, সরকারের পক্ষ থেকে তিনটি বেসরকারি মোবাইল সেবাদাতাকে ইন্টারনেটের দাম কমানোর জন্য আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্টের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা-সাহাযক ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, এই পদক্ষেপের মাধ্যমে চলমান উচ্চ মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, ইতোমধ্যে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির অ্যাসোসিয়েশন পাঁচ এমবি ইন্টারনেটের পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দিয়েছে। এর আগে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ দাম কমানোর ঘোষণা দেয়, এবং পাইকারি গ্রাহকদের জন্য আরও ১০ শতাংশ ছাড় দিয়ে মোট ২০ শতাংশ দাম কমানো হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখন শুধুমাত্র মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা বাকি।
তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলোকে ইতোমধ্যে ডিডব্লিউডিএম সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে, মোবাইল কোম্পানিগুলোর কাছে ইন্টারনেটের দাম না কমানোর কোনো যৌক্তিক কারণ বা অজুহাত অবশিষ্ট নেই।
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, "সরকার মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে এবং যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে এবং পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়েছে। এখন তাদের পালা, তারা জাতীয় উদ্যোগে অংশ নিক।"
তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই তিনটি বেসরকারি মোবাইল কোম্পানি মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবেন।


আদালত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৪৬৯.৪৮ একর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন; জমিগুলো গাজীপুর ও কক্সবাজারের ৬ উপজেলার মধ্যে অবস্থিত।
৩ দিন আগে
রপ্তানি করা পণ্যের বিপরীতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে না। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতের রপ্তানির ৩০ হাজার চালানের বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি।
৩ দিন আগে
বাংলাদেশে ৭ম জাতীয় পে-স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৮ম পে-স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়
৩ দিন আগে
রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় যে, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়
৪ দিন আগেআদালত ব্যবসায়ী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ৪৬৯.৪৮ একর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন; জমিগুলো গাজীপুর ও কক্সবাজারের ৬ উপজেলার মধ্যে অবস্থিত।
রপ্তানি করা পণ্যের বিপরীতে অন্তত ২০ হাজার কোটি টাকা বিদেশ থেকে দেশে ফেরত আসছে না। একটি অসাধু চক্রের কারণে গার্মেন্টস খাতের রপ্তানির ৩০ হাজার চালানের বিপরীতে প্রায় ২০ হাজার কোটি টাকা দেশে আসেনি।
বাংলাদেশে ৭ম জাতীয় পে-স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তীতে ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে ৮ম পে-স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়
রোববার (২৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায় যে, কয়েকটি জাতীয় দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ায় ‘সন্ধ্যা ৬টার পর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে, যা বাস্তবসম্মত নয়