ইন্টারনেটের দাম কমছে

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image

দেশে ইন্টারনেটের দাম কমানোর তিনটি স্তরের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ফাইবার অ্যাট হোমের মাধ্যমে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমানো হবে।

এছাড়া, সরকারের পক্ষ থেকে তিনটি বেসরকারি মোবাইল সেবাদাতাকে ইন্টারনেটের দাম কমানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্টের বরাত দিয়ে প্রধান উপদেষ্টা-সাহাযক ফয়েজ আহমদ তৈয়্যব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য প্রকাশ করেন। তিনি আরও জানান, এই পদক্ষেপের মাধ্যমে চলমান উচ্চ মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে আইএসপি লাইসেন্সপ্রাপ্ত কোম্পানির অ্যাসোসিয়েশন পাঁচ এমবি ইন্টারনেটের পরিবর্তে ৫০০ টাকায় ১০ এমবি ইন্টারনেট প্রদানের নিশ্চয়তা দিয়েছে। এর আগে, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি এবং আইএসপি গ্রাহকদের জন্য ১০ শতাংশ দাম কমানোর ঘোষণা দেয়, এবং পাইকারি গ্রাহকদের জন্য আরও ১০ শতাংশ ছাড় দিয়ে মোট ২০ শতাংশ দাম কমানো হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও উল্লেখ করেন, তিন থেকে চারটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখন শুধুমাত্র মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা বাকি।

তিনি বলেন, মোবাইল কোম্পানিগুলোকে ইতোমধ্যে ডিডব্লিউডিএম সুবিধা ও ডার্ক ফাইবার সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে, মোবাইল কোম্পানিগুলোর কাছে ইন্টারনেটের দাম না কমানোর কোনো যৌক্তিক কারণ বা অজুহাত অবশিষ্ট নেই।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, "সরকার মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে এবং যৌথ উদ্যোগে আন্তর্জাতিক ও জাতীয় স্তরে এবং পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দাম কমিয়েছে। এখন তাদের পালা, তারা জাতীয় উদ্যোগে অংশ নিক।"

তিনি আশা প্রকাশ করেন, শীঘ্রই তিনটি বেসরকারি মোবাইল কোম্পানি মোবাইল ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা দেবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

দেশব্যাপী নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৪০ জেলা প্রতিনিধিকে চাকরি থেকে কেন বহিষ্কার করা হয়েছে- তার কারণ দর্শানোর জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২ দিন আগে

দেশের বৃহৎ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা কম খরচে পণ্য পরিবহন, দ্রুত পণ্য ছাড় ব্যবস্থাসহ আর্থিক সাশ্রয় সুবিধা পাওয়ায় ভোমরা বন্দরকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছে

৩ দিন আগে

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে

নীলফামারীতে হু হু করে ভোগ্যপণ্যের মুল্যবৃদ্ধিতে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পরেছে। ব্যবসায়ীরা এই মুল্যবৃদ্ধিকে অপর্যাপ্ত সরবরাহের কারণ বলে অজুহাত তুলছেন।

৩ দিন আগে