অনলাইন ডেস্ক
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল সম্প্রতি হ্যাকারদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। রোববার (২৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।
তিনি বলেন, “আমরা চেষ্টা করেছিলাম একটা আইডি থেকে একটা বাইক অর্ডার করতে পারবে এমন সিস্টেম করতে। কিন্তু মানুষ একাধিক আইডি দিয়ে অতিরিক্ত অর্ডার দিয়েছে। এটা আমাদের চোখ এড়িয়ে গেছে। এটা নিয়ে আমরা সচেতন থাকব।” এছাড়া, তিনি জানান, “আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দেব। ছয় মাসের ভেতর একটা বড় পরিবর্তন দেখতে পারবেন আপনারা। সকলের টাকা ফেরত দিতে আমাদের দুই বছর সময় লাগবে।”
এছাড়া, রাসেল আরও বলেন, “আমাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হলে এবং কোনো ধরনের চাপ প্রয়োগ না করলে খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবো।” তিনি জানান, “বর্তমানে ইভ্যালির যে পরিচালনা পদ্ধতি রয়েছে, এবং ইভ্যালি যে পরিমাণ মুনাফা অর্জন করে যাচ্ছে তাতে সবাই যদি সহযোগিতা করে তাহলে গ্রাহকদের টাকা পরিশোধ করতে সক্ষম হবে।” তিনি আরও বলেন, “গত ২৯ ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত আমাদের নিট মুনাফা ৫৩ লাখ টাকা। এই মুনাফা থেকে আমাদের খরচ মেটানোর পর গ্রাহকদের যে পুরাতন দেনা রয়েছে সেটা দেওয়া শুরু করতে পারবো।”
তবে, ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালত তাঁদের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকেও একই দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, ইভ্যালির পরিচালনা বোর্ডের সদস্যরা আদালতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে, ই-কমার্স প্রতিষ্ঠানটি পুনরায় চালু হবে কি না, সে বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত দেয়নি বোর্ড।
এছাড়া, ইভ্যালির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা এবং গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া। এছাড়া, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চেক জালিয়াতি ও অন্যান্য প্রতারণার দায়ে দেশে সাড়ে ৩০০ এর অধিক মামলা হয়েছিলো।
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল সম্প্রতি হ্যাকারদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন। রোববার (২৫ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।
তিনি বলেন, “আমরা চেষ্টা করেছিলাম একটা আইডি থেকে একটা বাইক অর্ডার করতে পারবে এমন সিস্টেম করতে। কিন্তু মানুষ একাধিক আইডি দিয়ে অতিরিক্ত অর্ডার দিয়েছে। এটা আমাদের চোখ এড়িয়ে গেছে। এটা নিয়ে আমরা সচেতন থাকব।” এছাড়া, তিনি জানান, “আগের চেয়ে আরও বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দেব। ছয় মাসের ভেতর একটা বড় পরিবর্তন দেখতে পারবেন আপনারা। সকলের টাকা ফেরত দিতে আমাদের দুই বছর সময় লাগবে।”
এছাড়া, রাসেল আরও বলেন, “আমাকে ব্যবসা করার সুযোগ দেওয়া হলে এবং কোনো ধরনের চাপ প্রয়োগ না করলে খুব শিগগিরই ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবো।” তিনি জানান, “বর্তমানে ইভ্যালির যে পরিচালনা পদ্ধতি রয়েছে, এবং ইভ্যালি যে পরিমাণ মুনাফা অর্জন করে যাচ্ছে তাতে সবাই যদি সহযোগিতা করে তাহলে গ্রাহকদের টাকা পরিশোধ করতে সক্ষম হবে।” তিনি আরও বলেন, “গত ২৯ ডিসেম্বরের পর থেকে এ পর্যন্ত আমাদের নিট মুনাফা ৫৩ লাখ টাকা। এই মুনাফা থেকে আমাদের খরচ মেটানোর পর গ্রাহকদের যে পুরাতন দেনা রয়েছে সেটা দেওয়া শুরু করতে পারবো।”
তবে, ইভ্যালির বিরুদ্ধে প্রতারণার অভিযোগে আদালত তাঁদের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকেও একই দণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, ইভ্যালির পরিচালনা বোর্ডের সদস্যরা আদালতে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে, ই-কমার্স প্রতিষ্ঠানটি পুনরায় চালু হবে কি না, সে বিষয়ে সুস্পষ্ট কোনো মতামত দেয়নি বোর্ড।
এছাড়া, ইভ্যালির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের মধ্যে রয়েছে অগ্রিম টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা এবং গ্রাহকদের টাকা ফেরত না দেওয়া। এছাড়া, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চেক জালিয়াতি ও অন্যান্য প্রতারণার দায়ে দেশে সাড়ে ৩০০ এর অধিক মামলা হয়েছিলো।
দেশের বৃহৎ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা কম খরচে পণ্য পরিবহন, দ্রুত পণ্য ছাড় ব্যবস্থাসহ আর্থিক সাশ্রয় সুবিধা পাওয়ায় ভোমরা বন্দরকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছে
২ দিন আগেভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
২ দিন আগেনীলফামারীতে হু হু করে ভোগ্যপণ্যের মুল্যবৃদ্ধিতে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পরেছে। ব্যবসায়ীরা এই মুল্যবৃদ্ধিকে অপর্যাপ্ত সরবরাহের কারণ বলে অজুহাত তুলছেন।
২ দিন আগেপ্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সেক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব
২ দিন আগেদেশের বৃহৎ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা কম খরচে পণ্য পরিবহন, দ্রুত পণ্য ছাড় ব্যবস্থাসহ আর্থিক সাশ্রয় সুবিধা পাওয়ায় ভোমরা বন্দরকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছে
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।
নীলফামারীতে হু হু করে ভোগ্যপণ্যের মুল্যবৃদ্ধিতে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পরেছে। ব্যবসায়ীরা এই মুল্যবৃদ্ধিকে অপর্যাপ্ত সরবরাহের কারণ বলে অজুহাত তুলছেন।
প্রতি টন পেঁয়াজ ৩০৫ ডলারে আমদানি মূল্য দেখানো হয়েছে, যা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। সেক্ষেত্রে প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে প্রায় ৩৮ টাকা। আমদানি করা পেঁয়াজ মানভেদে ৫৭-৬০ টাকার মধ্যে বিক্রি করা সম্ভব