সুপারশপে আর বাড়তি ভ্যাট নয়

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ফাইল ছবি

সুপারশপে কেনাকাটার ক্ষেত্রে গ্রাহকদের আর বাড়তি মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) দিতে হবে না। পণ্যের খুচরা মূল্যেই ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সুপারশপ মালিকদের মধ্যে এ বিষয়ে সমঝোতা প্রায় চূড়ান্ত। শিগগিরই এনবিআরের ভ্যাট বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সুপারশপে কেনাকাটায় ভিন্ন ভিন্ন সময়ে দেড় থেকে সাড়ে সাত শতাংশ পর্যন্ত ভ্যাট আরোপ করা হতো। সর্বশেষ বাজেটে সাড়ে সাত শতাংশ ভ্যাট ধার্যের পর চেইন সুপারশপ মালিকরা এর বিরুদ্ধে আপত্তি জানিয়ে আসছিলেন এবং এনবিআরের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন।

এনবিআর সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী সুপারশপ মালিকদের পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যেই পণ্য বিক্রি করতে হবে। তবে উৎপাদন পর্যায়ে ভ্যাটমুক্ত পণ্য, যেমন আটা, ময়দা, আদা ইত্যাদির ক্ষেত্রে সুপারশপ মালিকদের ভ্যাট দিতে হবে না। অন্যান্য পণ্যের জন্য তারা আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত নিতে পারবেন।

এনবিআরের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৫% ভ্যাট খুচরা মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত থাকায় সুপারশপ মালিকদের ভ্যাট রেয়াত নেওয়া সহজ হবে। তবে এজন্য তাদের ভ্যাটের চালান প্রদানকারী প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে হবে।

চেইন সুপারশপ মালিকদের মতে, বর্তমানে মুদি পণ্যে ১৫-২০% এর বেশি মূল্য সংযোজন হয় না, যেখানে সাড়ে সাত শতাংশ ভ্যাটের জন্য ৫০% এবং ৫% ভ্যাটের জন্য ৩৩% মূল্য সংযোজন করতে হতো, যা অসঙ্গতিপূর্ণ। স্বপ্ন-এর এমডি সাব্বির হাসান নাসির সুপারশপে বৈষম্যমূলক ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।

এনবিআর বর্তমানে সুপারশপ খাত থেকে বছরে ১৫৫ কোটি টাকা ভ্যাট আদায় করে। সুপারশপ মালিকদের দাবি, খুচরা মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত করলে এবং সঠিকভাবে বেচাকেনা হলে সাড়ে চার হাজার কোটি টাকা পর্যন্ত ভ্যাট আদায় সম্ভব।

বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশের প্রায় দেড় হাজার কোটি ডলারের খুচরা বাজারে সুপারশপের অংশ বেড়ে ৩% হয়েছে। বর্তমানে দেশে দেড় হাজারের বেশি সুপারশপ আছে, যার মধ্যে প্রায় ছয় শটি চেইন সুপারশপ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

রাজস্ব নিয়ে আরও পড়ুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৪০ জেলা প্রতিনিধিকে চাকরি থেকে কেন বহিষ্কার করা হয়েছে- তার কারণ দর্শানোর জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

২ দিন আগে

দেশের বৃহৎ আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ীরা কম খরচে পণ্য পরিবহন, দ্রুত পণ্য ছাড় ব্যবস্থাসহ আর্থিক সাশ্রয় সুবিধা পাওয়ায় ভোমরা বন্দরকে গুরুত্ব দিয়ে ব্যবসা পরিচালনা করছে

৩ দিন আগে

ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ২৭৩ টাকা থেকে ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

৩ দিন আগে

নীলফামারীতে হু হু করে ভোগ্যপণ্যের মুল্যবৃদ্ধিতে ক্রেতা সাধারণ দিশেহারা হয়ে পরেছে। ব্যবসায়ীরা এই মুল্যবৃদ্ধিকে অপর্যাপ্ত সরবরাহের কারণ বলে অজুহাত তুলছেন।

৩ দিন আগে