ইতালির বাংলাদেশি ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার দ্বার উন্মোচিত

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২: ৪৯
Thumbnail image
ছবি: সংগৃহীত

নাফিসা আক্তার, ইতালি থেকে>

ও লেভেল পরীক্ষায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে ইতালি প্রবাসী বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। ফলে নতুন প্রজন্মের জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মোচিত হলো। তারা পড়াশোনা করতে পারবে বিশ্বের ১১৮টি বিশ্ববিদ্যালয়ে।

১৯৯০ সাল থেকে ইতালিতে বাংলাদেশিদের বসবাস শুরু হয়। ওই সময় থেকে এখানে বড় হওয়া শিশু কিশোররা ইতালীয় ভাষা ছাড়া অন্য ভাষায় পড়াশুনা করার সুযোগ ছিল না। বিশেষ করে ইংলিশ মিডিয়ামে পড়ার স্বপ্ন দেখতে পারতো না তারা। অত্যন্ত ব্যয়বহুল হওয়াতে বাংলাদেশি ছেলেমেয়েদের বাধ্য হয়েই ইতালীয় ভাষায় পড়াশোনা করতে হয়েছে। সময়ের ব্যবধানে এখানে বাংলাদেশি মালিকানায় গড়ে তোলা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল।।

দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ২০২৫ সালে শতভাগ উত্তীর্ণ হয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশিরা। রোমে প্রতিষ্ঠিত এই স্কুল থেকে শিক্ষার্থীরা সফলতার সাথে শতভাগ উত্তীর্ণ হয় এবং তাদের মঙ্গলবার (২৬ আগস্ট) আইজিসিএসি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রচেষ্টাচারের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ, পরিচালক মিঠু আহমেদ এবং কমিউনিটির নেতা ইকবাল আহমেদ বাবুসহ আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন।

60d0ca52-510d-43f6-9008-18433eaa6408

শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষার্থীরা মনে করেন এই স্কুলে পড়াশোনার মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার এক অপার সুযোগ তৈরি হয়েছে । অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন স্কুলের শিক্ষিকা সুস্মিতা সুলতানা। এই সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে অপর শিক্ষিকা নওশীন সুলতানাকে বিশেষ ভূমিকায় কাজ করতে দেখা গেছে।

সর্বোচ্চ নাম্বার পেয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেন আহমেদ মেহরিন এবং শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন আব্দুল্লাহ আল নোমান। প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং এমডিসহ অন্যান্যরা তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

ইতালির অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলে যেখানে বার্ষিক কমপক্ষে ১৫ হাজার ইউরো দেশীয় মুদ্রায় প্রায় ২১ লাখ টাকা সেখানে বাংলাদেশিদের প্রতিষ্ঠিত স্কুলে বছরে প্রায় ৩ হাজার ইউরো দেশীয় মুদ্রা প্রায় সাড়ে চার লাখ টাকায় ইংলিশ মিডিয়ামে পড়ার সুযোগ পাচ্ছে।

ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম এবং ওই বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে এখানে পড়াশোনা করানো হয়। চলতি বছর ১৩ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ জনই উত্তীর্ণ হয়েছে।

এ উপলক্ষ্যে অনুষ্ঠানে পোশাক পড়া শিক্ষার্থীদের টুপি ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী ছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তি এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে এক শিশুর নৃত্য মুগ্ধ করে সকলকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

উচ্চশিক্ষা নিয়ে আরও পড়ুন

১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর ৫৮ বছরে মাত্র ৬ বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সবশেষ ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন

১ দিন আগে

শিক্ষার মানোন্নয়নে গত মে মাসে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে কয়েকজন শিক্ষক বহিরাগতদের নিয়ে তাদের ওপর হামলা চালায়।এ ঘটনায় তারা অভিযুক্ত তিন শিক্ষকের অপসারণের দাবি জানিয়ে আসছিলো। কিন্তু তাদের দাবি পূরণ না হওয়ায় তারা কুশপুত্তলিকা দাহ ও ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে

১ দিন আগে

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারপত্র পড়ে শোনান সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

১ দিন আগে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক পর্যায়ের বিভিন্ন লেভেল ও টার্মের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১ দিন আগে