ইবির ফলিত রসায়ন বিভাগের ষষ্ঠ পুনর্মিলনী উদযাপিত

প্রতিনিধি
ইবি
Thumbnail image
শনিবার বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ষষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গণে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. শরিফ মো. আল-রেজার সভাপতিত্বে সঞ্চালনা করেন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিয়া রিমা ও নয়ন শেখ।

অনুষ্ঠানের আহ্বায়ক ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ রশিদ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকের অনুষ্ঠানটি চমৎকার হয়েছে। আমরা জানি, অ্যালামনাইদের এমন অনুষ্ঠান সবার মাঝে সেতুবন্ধন তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এই অ্যালামনাইদের প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করতে অ্যালামনাইদের ভূমিকা অনেক বেশি। সবার জন্য শুভ কামনা।’

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘অ্যালামনাইদের সঙ্গে যদি বিভাগের সুসম্পর্ক ও নিবিড় যোগাযোগ থাকে, তাহলে বিভাগের সিলেবাস ও কারিকুলাম উন্নয়ন করা যায়। অ্যালামনাইদের সঙ্গে বিভাগের সুসম্পর্ক থাকা প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বডি হলো সিন্ডিকেট, যেখানে অ্যালামনাইদের প্রতিনিধিত্ব রয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, বিভাগের একাডেমিক কমিটি, ফিন্যান্স কমিটি, পরিকল্পনা কমিটিসহ অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে অ্যালামনাইদের অন্তর্ভুক্ত করা হয়নি। যদি এসব জায়গায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তবে তা বিভাগ ও শিক্ষার্থীদের জন্য উপকারী। বিশ্ববিদ্যালয়কে আগের গৌরব ফিরিয়ে আনতে অ্যালামনাইরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শিক্ষা নিয়ে আরও পড়ুন

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি উচ্চ বিদ্যালয় হলরুমে হোপ ফর চিলড্রেন এর উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম’অনুষ্ঠিত হয়েছে।

১৫ ঘণ্টা আগে

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় নিউমার্কেট এলাকার আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়।

১৭ ঘণ্টা আগে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

২ দিন আগে

এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা

২ দিন আগে