অক্টোবরে ছাত্রসংসদ নির্বাচনের আশ্বাস, অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

প্রতিনিধি
রংপুর ব্যুরো
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২: ১৩
Thumbnail image
ছবি: প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর ছাত্রসংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে যুক্ত ও রোডম্যাপের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীরা অক্টোবরের মাঝে নির্বাচনের আশ্বাসে অনশন ভেঙ্গেছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ অনশন ভেঙ্গে ফেলেন। এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা।

রোববার (১৭ আগস্ট) থেকে আমরণ অনশন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দীর্ঘদিন থেকে ছাত্রসংসদের দাবি করে আসছিলো বিভিন্ন ছাত্রসংগঠনসহ শিক্ষার্থীরা। তবে দাবি শক্তিশালী হয়ে উঠে গত ৫ আগস্টের পরে, তৎকালীন সমন্বয়ক, ছাত্রসংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থীরাসহ সবাই এই বিষয়ে দাবি উঠায়। দীর্ঘদিন দাবি জানিয়ে আসলেও কোনো বাস্তবায়ন না হওয়ায় অনশনে যায় শিক্ষার্থীরা।

তৃতীয়দিনেও কোনো স্পষ্ট সিদ্ধান্ত আসেনি। তবে ১০ কার্যদিবসের সময় চেয়ে অনুরোধ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এ সিদ্ধান্তে ২জন আমরণ অনশন ভেঙ্গে চলে যান। তবে অধিকাংশরা এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে নিজেদের অবস্থানে অনড় থাকেন। তাতে করে ৩ দিনে সর্বমোট আহত হন ৬ অনশনকারী।

বুধবার ( ২০ আগস্ট) উপাচার্যের আশ্বাসে এ অনশন ভাঙ্গেন তারা। অনশনের বাইরে থাকা সংহতি প্রকাশ করা শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলনের সাথে সবসময় সংহতি প্রকাশ করেছি। ছাত্রসংসদ আমাদের অধিকার। কিন্তু বারবার নানা টালবাহানা করে আসছিলেন এই প্রশাসন। আশ্বাসের পর আশ্বাস। তবে এবার সকলে মিলে সম্মিলিতভাবে জানিয়েছে এবং আমাদের ভাইদের শারীরিক পরিস্থিতিও খুব আশঙ্কাজনক। আগামী অক্টোবরে নির্বাচন হতেই হবে, হবে। এমন সিদ্ধান্তে আশ্বস্ত হই।’’

অনশনরত শিক্ষার্থীরা বলেন, ছাত্র সংসদ আমাদের ছাত্র জীবনের সবচেয়ে বড় অধিকারের মধ্যে অন্যতম। জীবন দিয়ে হলেও আমরা এটার বাস্তবায়ন চাই। এখানে আমাদের সাথে ভীষণ রকম ষড়যন্ত্রও হচ্ছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের নির্বাচনের জন্য একটা সময় জানিয়েছে। আবার আমাদের সাথে ইউজিসির দায়িত্বরতদের সাথেও আমাদের কথা হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন। যার ফলে আমরা মেনে নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছি।”

এস এম আশিকুর রহমান বলেন, আমরা জীবন দিয়ে এই ছাত্রসংসদ চেয়েছি। সকলে মিলে আমাদের যে আশ্বস্ত করেছে তাতে আমরা মনে করি এই প্রশাসন আমাদের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকলো। আবু সাঈদের ক্যাম্পাসে অক্টোবরের মাঝেই আমরা ছাত্রসংসদ নির্বাচন পাব এই আশা রাখি।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলি বলেন, আমরা সম্ভাব্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে ছাত্রসংসদ নির্বাচনের সকল কার্যক্রম সম্পন্ন করব। এবং আগামী ২৬-৩০ অক্টোবরের মধ্যেই ছাত্রসংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

২ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

২ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

৩ দিন আগে

সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন

৩ দিন আগে