মদিনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ৩ বাংলাদেশি আলেম

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

সৌদি আরবের বিখ্যাত মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন আলেম। গত এক সপ্তাহের মধ্যে তারা পর্যায়ক্রমে এই সম্মানজনক পদে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সর্বশেষ নিয়োগপ্রাপ্ত মাওলানা শরীফ আহমাদ আল মাদানি এই তথ্য নিশ্চিত করেছেন। অন্য দুজন হলেন মাওলানা এরশাদুর রহমান ও মাওলানা মোশাহিদ দেওয়ান।

মাওলানা শরীফ আহমাদ আল মাদানি মদিনা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। তিনি রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে তার পাঠদান শুরু করবেন। এরশাদুর রহমান আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে এবং মোশাহিদ দেওয়ান শরিয়াহ বিভাগে ইতোমধ্যে পাঠদান শুরু করেছেন।

মাওলানা শরীফ আল মাদানি: তার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামে। তিনি দীর্ঘ ১২ বছর ধরে মসজিদে নববী একাডেমিতে শিক্ষক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১২ সালে স্কলারশিপ নিয়ে মদিনায় যান এবং আরবি ভাষা, হাদিস, অনার্স, মাস্টার্স ও এমফিল সম্পন্ন করে বর্তমানে পিএইচডি গবেষণা করছেন।

মাওলানা এরশাদুর রহমান: কক্সবাজারের টেকনাফের বাসিন্দা এরশাদুর রহমান। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা বিভাগ থেকে অনার্স ও এমফিল সম্পন্ন করে বর্তমানে পিএইচডি করছেন। তার গবেষণার বিষয় ছিল ‘বাংলা ভাষায় আরবি ভাষার প্রভাব: একটি তুলনামূলক অধ্যয়ন’, যা মদিনা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা নিয়ে প্রথম একাডেমিক গবেষণা হিসেবে গুরুত্ব পেয়েছে।

মাওলানা মোশাহিদ দেওয়ান: নারায়ণগঞ্জের মোশাহিদ দেওয়ান ২০১৬ সালে সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের স্কলারশিপে মদিনা বিশ্ববিদ্যালয়ে যান। তিনি ‘কুল্লিয়াতু লুগাতিল আরাবিয়্যাহ’ (আরবি ভাষা অনুষদ) থেকে অনার্স এবং ‘কিসমুল লুগায়িয়্যাত’ (ভাষাতত্ত্ব বিভাগ) থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি এমফিল গবেষণার শেষ পর্যায়ে আছেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

শিক্ষা নিয়ে আরও পড়ুন

ভোট গ্রহণের দুদিন পর অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্রশিবিরের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

৩৪ মিনিট আগে

মাওলানা শরীফ আহমাদ আল মাদানি মদিনা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ হাদিস বিভাগে শিক্ষকতা করবেন। তিনি রোববার (১৪ সেপ্টেম্বর) থেকে তার পাঠদান শুরু করবেন। এরশাদুর রহমান আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে এবং মোশাহিদ দেওয়ান শরিয়াহ বিভাগে ইতোমধ্যে পাঠদান শুরু করেছেন

৩ ঘণ্টা আগে

নির্বাচনে আমি অনেক অনিয়ম দেখেছি, যা প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। আমার মতামতের সুরাহা না করেই ভোট গণনা শুরু হয়। এ অবস্থায় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়

৫ ঘণ্টা আগে

এরইমধ্যে ২১টি হলের মধ্যে ১৮টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন হয়েছে। চলছে আরও ৩ হলের ভোট গণনা। তবে ফল ঘোষণায় অপেক্ষা বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও প্রার্থীরা

৭ ঘণ্টা আগে