৭ শতাধিক A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো পাবনা রেটিনা

প্রতিনিধি
পাবনা
Thumbnail image
ছবি: প্রতিনিধি

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২৫ এ A+ প্রাপ্ত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম করেছে মেডিকেল ভর্তি সহায়ক রেটিনা কোচিং সেন্টার পাবনা শাখা।

৩০ আগস্ট (শনিবার) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে শহরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের সাত শতাধিক শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সহকারী পরিচালক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্‌বোধনী বক্তব্য রাখেন রেটিনা পাবনা শাখার পরিচালক রবিউল ইসলাম।

পাবনা শাখার এডমিন সাকিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেটিনা পাবনা শাখার প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক প্রফেসর মোজাম্মেল হক, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, ঢাকা মেডিকেল কলেজের মেধাবী ছাত্র ও রেটিনার সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, রাজশাহী মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী আলফাজ উদ্দিন, পাবনা মেডিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী মেসবাহুল করিম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুস সবুর। যা উপস্থিত সবার মনকে প্রার্থনার মাধ্যমে একাগ্র করে তোলে এবং অনুষ্ঠানকে আরও প্রফুল্ল করতে কুরআন তেলাওয়াতের পরে ইসলামি গান পরিবেশন করে অনির্বাণ শিল্পী গোষ্ঠী।

প্রধান অতিথির বক্তব্যে কামাল উদ্দিন বলেন, `এই অনুষ্ঠানে এ+ পাওয়া শিক্ষার্থীরা গর্বিত মুখ, আগামী দিনের আলোকবর্তিকা।তোমরা যেন শুধু ভালো ছাত্র-ছাত্রী হয়ে থেমে না যাও, বরং আদর্শ নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করো। তোমাদের জন্য দরজা খোলা আছে—চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বিজ্ঞানী—যে ক্ষেত্রেই যাও না কেন, সততা ও নিষ্ঠাকে সামনে রেখে এগিয়ে যাও। আমি রেটিনা কোচিংকে ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য এবং আশা করি এই আয়োজন আগামী দিনেও চলমান থাকবে।'

অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং অভিভাবকরা সন্তানের সাফল্য ও কোচিং-এর ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। এছাড়া, সাকিব রেটিনা কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন যা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক হয়।

পরিশেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। যা তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বৃদ্ধি করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পড়াশোনা নিয়ে আরও পড়ুন

প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার

১ দিন আগে

পদটি বিলুপ্ত হওয়ায় এখন আগের মতোই প্রভাষকরা সরাসরি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন। প্রভাষকরা চাকরির ১০ বছর পূর্তিতে জাতীয় বেতন স্কেলের গ্রেড ৯ থেকে ৮ প্রাপ্য হবেন এবং ধারাবাহিকভাবে এমপিওভুক্তির ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পাবেন

১ দিন আগে

আগের মোবাইল সেটে নতুন সরবরাহ করা সিম নিয়মিত চালু রাখলে শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে কারণে গ্রামীণের করপোরেট নম্বর ব্যবহার করতে প্রতিষ্ঠানগুলোতে অনাগ্রহ দেখা দেয়

২ দিন আগে

সিটি ইউনিভার্সিটি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা জড়িত কিনা তা তদন্তে প্রমাণ হবে। এজন্য ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেবেন

২ দিন আগে