এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি
বরিশাল ব্যুরো
Thumbnail image
বরিশালের নথুল্লাবাদে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ হয়। ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষা পেছানোসহ তিন দফা দাবিতে বরিশালে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টার দিকে বরিশালের নথুল্লাবাদে অবস্থিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ হয়।

শিক্ষার্থীরা জানায়, করোনাসহ নানা কারণে ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছাতে হবে। এছাড়াও তাদের দাবি, এমসিকিউ ও সৃজনশীল অংশে যৌক্তিকভাবে পাশ নম্বর নির্ধারণ করতে হবে। তারা আরও জানায়, ২০২৭ সালে প্রবর্তিত নতুন ক্যারিকুলাম এখনই (২০২৫ সালের) পরীক্ষার্থীদের ওপর চাপিয়ে না দিয়ে পুরোনো নিয়মেই পরীক্ষা নিতে হবে।

আয়েশা সিদ্দিকা, শফিকুল ইসলাম ও নাঈম খানসহ অনেক শিক্ষার্থী জানান, সারা দেশের শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারই অংশ হিসেবে তারা এখানে দাঁড়িয়েছেন। দাবি মানা না হলে আন্দোলন চালবে।

বিক্ষোভে অংশ নিতে শিক্ষার্থীরা সকাল থেকে বোর্ডের সামনে জড়ো হন এবং হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এবং পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়ার জন্য সময়সীমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী বলেন, ‘আমরা পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। তবে শিক্ষার্থীদের দাবিগুলো আমরা মন্ত্রণালয়ে জানিয়েছি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ীই আমরা কাজ করব।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা

১২ ঘণ্টা আগে

শিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে

১ দিন আগে

ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে দেওয়া তার বক্তব্যটি আবার ভাইরাল হয়েছে

১ দিন আগে