ফেনীর গার্লস ক্যাডেট কলেজে ৫২ জনের ৫১ জনই জিপিএ-৫

প্রতিনিধি
ফেনী
Thumbnail image
ছবি: প্রতিনিধি

২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে ফেনী জেলায় চমকপ্রদ সাফল্য এসেছে। জেলার অন্যতম বিদ্যাপীঠ ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনই জিপিএ-৫ পেয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ বছর ফেনী জেলার ছয়টি উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৬ হাজার ৪৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৯৬৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১২৫ জন শিক্ষার্থী।

অন্যদিকে, দাখিল পরীক্ষায় অংশ নেয় ৫ হাজার ৮১২ জন। পাস করেছে ৪ হাজার ৬১ জন শিক্ষার্থী, আর জিপিএ-৫ পেয়েছে ১০৭ জন।

জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ফেনী পাইলট হাই স্কুল থেকে ৩২৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩৩ জন জিপিএ-৫ অর্জন করেছে। করইয়া উচ্চ বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন জিপিএ-৫ পেয়েছে। ফেনী পুলিশ লাইন্স স্কুলের ১৮ জন এবং হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ১৩ জন পরীক্ষার্থী সকলেই পাস করেছে। স্টার লাইন স্প্রাউট স্কুল থেকে ৮ জন অংশ নিয়ে ২ জন জিপিএ-৫ পেয়েছে।

ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক বলেন, “সুশৃঙ্খল পরিবেশ, দক্ষ শিক্ষক এবং অভিভাবকদের সহায়তা ভালো ফলাফলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “জেলার সার্বিক ফলাফল সন্তোষজনক। পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন জানাই।”

এ বছর ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। জেলার শিক্ষাক্ষেত্রে এ সফলতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

নতুন শিক্ষাবর্ষকে ঘিরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তৈরি হওয়া উদ্বেগ ও উৎকণ্ঠা অবসান হয়েছে। খুলনা মহানগরী ও জেলার নয়টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ ৯শ’ শিক্ষার্থীর জন্য বই প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৭১ হাজার কপি। এর মধ্যে ই

৪ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (১৩ ডিসেম্বর) রংপুর অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরসহ চারটি কেন্দ্রে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।

৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন।

৬ দিন আগে

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ভর্তি লটারির তালিকায় ‘মিস জুলেখা খাতুন’ নামের এক ছাত্রীর নাম প্রকাশ পেয়েছে। বালকদের জন্য নির্ধারিত এ বিদ্যালয়ের তালিকায় মেয়ের নাম আসায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

৬ দিন আগে