২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু কবে, যা জানা গেল

প্রতিনিধি
নিজস্ব প্রতিবেদক
Thumbnail image
ছবি: সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ খ্রিষ্টাব্দের এপ্রিলের শেষে শুরু হতে পারে। বিভাগ বিভাজন ফিরিয়ে এনে যেহেতু নতুন সিলেবাসে পরীক্ষা হবে এবং মাঝখানে শিক্ষার্থীদের পড়াশোনায় একটা ঘাটতি ছিল, তাই কিছুটা দেরি হতে পারে বলে জানা গেছে। এছাড়া ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনটাও মাথায় রেখেছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। নতুন সিলেবাসে এসএসসি শুরু হতে পারে এপ্রিলের শেষে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরীক্ষা শুরুতে বিলম্ব হচ্ছে কিনা, প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে ঢাকা বোর্ড কর্মকর্তারা বলেন, গত বছর এসএসসি পরীক্ষা হয়েছিলো ১৬ এপ্রিল, এবার আমাদের টার্গেট আছে ৩০ এপ্রিল শুরু করার।

নির্বাচন ফেব্রুয়ারিতে হোক বা না হোক সেটা বিষয় না, এবার নতুন সিলেবাসে পরীক্ষা হবে। যারা এবার এসএসসি দেবেন তাদের নবম শ্রেণিতে প্রায় ৮ মাস নষ্ট হয়েছে। তারা দশম শ্রেণিতে সময় কম পেয়েছেন। যে কারণে আগে যেখানে টেস্ট পরীক্ষা ১৬ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যেত, এবার সেটি ৩০ ডিসেম্বরের শেষ হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিধিতে রয়েছে, ৩০ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থী সংখ্যা জানাতে হবে। আর ফরম পূরণ না হলে প্রশ্নের সংখ্যা বোঝা যাবে না। এখানে একটা বিষয় রয়েছে, বিজি প্রেসে প্রশ্ন ছাপাতে হলে আগে ফরম পূরণ শেষ করতে হবে। সেজন্য ফরম পূরণ না করে বিজি প্রেসের কাছে যাবো না। সেজন্য একটু সময় লাগতে পারে।

মার্চের শেষ পর্যন্ত প্রশ্ন তৈরির কাজ চলবে। ফলে এপ্রিলের ত্রিশ তারিখে পরীক্ষা নেয়া সম্ভব হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১ সেপ্টেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত ‘নতুন শিক্ষাক্রম বা জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১’ থেকে আনুষ্ঠানিকভাবে মুখ ফিরিয়ে নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপর ২০১২ খ্রিষ্টাব্দে প্রণীত শিক্ষাক্রমে ফিরে আসে সরকার। সে অনুযায়ী সিলেবাস তৈরি করা হয়। এবার সেই সিলেবাসে পরীক্ষায় বসতে যাচ্ছেন এসএসসি পরীক্ষার্থীরা।

জানা গেছে, ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অপরদিকে অনিয়মিত-মানোন্নয়ন পরীক্ষার্থীরা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দেবেন।

আন্তশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমান পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

যেসব শিক্ষার্থী ২০২৬ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত-মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবেন তারা ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি (পূর্ণাঙ্গ সিলেবাস) অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পরীক্ষা নিয়ে আরও পড়ুন

নতুন শিক্ষাবর্ষকে ঘিরে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তৈরি হওয়া উদ্বেগ ও উৎকণ্ঠা অবসান হয়েছে। খুলনা মহানগরী ও জেলার নয়টি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ ৯শ’ শিক্ষার্থীর জন্য বই প্রাপ্তি নিশ্চিত করা হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট বইয়ের চাহিদা ছিল ৮ লাখ ৭১ হাজার কপি। এর মধ্যে ই

৪ দিন আগে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা শনিবার (১৩ ডিসেম্বর) রংপুর অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরসহ চারটি কেন্দ্রে সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।

৫ দিন আগে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করেন।

৬ দিন আগে

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ভর্তি লটারির তালিকায় ‘মিস জুলেখা খাতুন’ নামের এক ছাত্রীর নাম প্রকাশ পেয়েছে। বালকদের জন্য নির্ধারিত এ বিদ্যালয়ের তালিকায় মেয়ের নাম আসায় অভিভাবকদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

৬ দিন আগে