দিনাজপুর
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে দিনাজপুর ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হন। পরে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা মেরে দেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করেন। এতে করে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে শিক্ষার্থীরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তারা সেখানে বিক্ষোভ করেন।
বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু এরপরও শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে অনড় থাকেন।
এই ঘটনায় যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনে নেতৃত্বদানকারী বাদশা আল কাওসার বলেন, শিক্ষার্থীদের মর্মান্তিক ঘটনা পরও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা পরীক্ষা বন্ধ রাখেনি, এটি একটি অমানবিক কার্যক্রম। শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ ও এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। এই ঘটনায় আমরা একটি স্মারকলিপি দিয়েছি।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে দিনাজপুর ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হন। পরে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা মেরে দেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করেন। এতে করে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে শিক্ষার্থীরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তারা সেখানে বিক্ষোভ করেন।
বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু এরপরও শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে অনড় থাকেন।
এই ঘটনায় যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আন্দোলনে নেতৃত্বদানকারী বাদশা আল কাওসার বলেন, শিক্ষার্থীদের মর্মান্তিক ঘটনা পরও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা পরীক্ষা বন্ধ রাখেনি, এটি একটি অমানবিক কার্যক্রম। শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ ও এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। এই ঘটনায় আমরা একটি স্মারকলিপি দিয়েছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।
৭ ঘণ্টা আগেএ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা
৭ ঘণ্টা আগেশিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে
১ দিন আগেইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে দেওয়া তার বক্তব্যটি আবার ভাইরাল হয়েছে
১ দিন আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হয়েছে।
এ পর্যন্ত এ আন্দোলনে অন্তত ৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে মঙ্গলবার (১৯ আগস্ট) ২ অনশনকারী প্রশাসনের আশ্বাসে অনশন ভেঙ্গে চলে যান। প্রথমে ১০ কার্যদিবসে ইউজিসি সিদ্ধান্ত জানানোর জন্য সময় চেয়ে নেয় উপাচার্য এবং পরে অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে এই আশ্বাসে অনশন ভেঙ্গে ফেলেন বেরোবির শিক্ষার্থীরা
শিক্ষক সংকট আমাদের শিক্ষার মানকে চরমভাবে বাধাগ্রস্ত করছে। যে কয়জন শিক্ষক আছেন, তাদের বেশিরভাগই প্রভাষক। অথচ অধ্যাপক কিংবা সহযোগী অধ্যাপক নেই বললেই চলে। এতে করে মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে
ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কিন্তু শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার পক্ষে দেওয়া তার বক্তব্যটি আবার ভাইরাল হয়েছে