অনলাইন ডেস্ক
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন সম্প্রতি নিজের গ্যারেজে যুক্ত করেছেন একটি অত্যাধুনিক ও বিলাসবহুল গাড়ি-টয়োটা ভেলফায়ার। যদিও এ নিয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে মুম্বাইয়ের পাপারাজ্জিরা ইতোমধ্যেই তাকে এ গাড়িতে চড়তে দেখেছেন। কৃতি তার ‘হিরোপান্তি’, ‘ক্রু’, ‘গণপথ’সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন, আর এবার তিনি নিজের প্রিমিয়াম লাইফস্টাইলের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
টয়োটা ভেলফায়ার ইতোমধ্যেই বলিউড সেলিব্রিটিদের কাছে একটি প্রিয় গাড়ি হিসাবে পরিচিত। আমির খান, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, অজয় দেবগন ও অনিল কাপুরের মতো তারকারাও এ গাড়ির গর্বিত মালিক। বিলাসিতা, আরাম ও নিরাপত্তার কারণে এমপিভি (মাল্টিপারপাস ভেহিকল) গাড়িটির চাহিদা এখন তুঙ্গে।
২০২৩ সালে আপডেট প্রাপ্ত টয়োটা ভেলফায়ার বর্তমানে ভারতের বাজারে এক্স-শোরুম মূল্যে শুরু হচ্ছে প্রায় ১.২২ কোটি রুপি থেকে। এতে রয়েছে ২.৫ লিটারের হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৯৩ হর্সপাওয়ার শক্তি এবং ২৪০ নিউটন-মিটার টর্ক উৎপাদনে সক্ষম। এতে রয়েছে উন্নত পাওয়ারট্রেন প্রযুক্তি, যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি পরিবেশবান্ধব ফুয়েল এফিসিয়েন্সিও নিশ্চিত করে।
গাড়িটির বাহ্যিক অংশে বিলাসিতার ছোঁয়া স্পষ্ট। রয়েছে ডার্ক ক্রোম ফ্রন্ট গ্রিল, ত্রিমাত্রিক এলইডি হেডল্যাম্পস উইথ ডেআরএল, কানেক্টেড এলইডি টেইল ল্যাম্পস, ১৯ ইঞ্চি ডুয়াল-টোন মেশিন ফিনিশড অ্যালয় হুইলস, ক্রোম-ফিনিশড ডোর হ্যান্ডলস, ওআরভিএম-এ টার্ন সিগন্যাল ল্যাম্প এবং ব্যাক ডোরে বিশেষ ক্রোম গার্নিশ। এসব উপাদান গাড়িটিকে আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম লুক দিয়েছে। ভেলফায়ারের অভ্যন্তরেও রয়েছে অসাধারণ সব সুযোগ-সুবিধা। রয়েছে ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ১৪ ইঞ্চি রিয়ার এন্টারটেইনমেন্ট ডিসপ্লে এবং ১৫ স্পিকারের জেবিএল অডিও সিস্টেম।
আরামের দিক থেকে এটি অনন্য-দ্বিতীয় সারির আসনে সিট ম্যাসাজ ফাংশন, ওয়ান টাচ পাওয়ার স্লাইড ডোর, ডিট্যাচেবল কন্ট্রোল ডিভাইস, ভ্যানিটি মিররসহ মাল্টি-ফাংশন ফোল্ডেবল রোটারি ট্রে, ৮-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট উইথ মেমোরি, ইনডিভিজুয়ালি অপারেবল ডুয়াল সানরুফ এবং ১৪ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং-এর মতো বিলাসবহুল ফিচার রয়েছে এতে। এ গাড়িতে রয়েছে আধুনিক এডিএএস (Advanced Driver Assistance System) প্রযুক্তি, যার মাধ্যমে যাত্রীরা থাকবেন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন সম্প্রতি নিজের গ্যারেজে যুক্ত করেছেন একটি অত্যাধুনিক ও বিলাসবহুল গাড়ি-টয়োটা ভেলফায়ার। যদিও এ নিয়ে তিনি এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে মুম্বাইয়ের পাপারাজ্জিরা ইতোমধ্যেই তাকে এ গাড়িতে চড়তে দেখেছেন। কৃতি তার ‘হিরোপান্তি’, ‘ক্রু’, ‘গণপথ’সহ একাধিক চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন, আর এবার তিনি নিজের প্রিমিয়াম লাইফস্টাইলের আরও একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
টয়োটা ভেলফায়ার ইতোমধ্যেই বলিউড সেলিব্রিটিদের কাছে একটি প্রিয় গাড়ি হিসাবে পরিচিত। আমির খান, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, অজয় দেবগন ও অনিল কাপুরের মতো তারকারাও এ গাড়ির গর্বিত মালিক। বিলাসিতা, আরাম ও নিরাপত্তার কারণে এমপিভি (মাল্টিপারপাস ভেহিকল) গাড়িটির চাহিদা এখন তুঙ্গে।
২০২৩ সালে আপডেট প্রাপ্ত টয়োটা ভেলফায়ার বর্তমানে ভারতের বাজারে এক্স-শোরুম মূল্যে শুরু হচ্ছে প্রায় ১.২২ কোটি রুপি থেকে। এতে রয়েছে ২.৫ লিটারের হাইব্রিড পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৯৩ হর্সপাওয়ার শক্তি এবং ২৪০ নিউটন-মিটার টর্ক উৎপাদনে সক্ষম। এতে রয়েছে উন্নত পাওয়ারট্রেন প্রযুক্তি, যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি পরিবেশবান্ধব ফুয়েল এফিসিয়েন্সিও নিশ্চিত করে।
গাড়িটির বাহ্যিক অংশে বিলাসিতার ছোঁয়া স্পষ্ট। রয়েছে ডার্ক ক্রোম ফ্রন্ট গ্রিল, ত্রিমাত্রিক এলইডি হেডল্যাম্পস উইথ ডেআরএল, কানেক্টেড এলইডি টেইল ল্যাম্পস, ১৯ ইঞ্চি ডুয়াল-টোন মেশিন ফিনিশড অ্যালয় হুইলস, ক্রোম-ফিনিশড ডোর হ্যান্ডলস, ওআরভিএম-এ টার্ন সিগন্যাল ল্যাম্প এবং ব্যাক ডোরে বিশেষ ক্রোম গার্নিশ। এসব উপাদান গাড়িটিকে আরও আকর্ষণীয় ও প্রিমিয়াম লুক দিয়েছে। ভেলফায়ারের অভ্যন্তরেও রয়েছে অসাধারণ সব সুযোগ-সুবিধা। রয়েছে ১৪ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ১৪ ইঞ্চি রিয়ার এন্টারটেইনমেন্ট ডিসপ্লে এবং ১৫ স্পিকারের জেবিএল অডিও সিস্টেম।
আরামের দিক থেকে এটি অনন্য-দ্বিতীয় সারির আসনে সিট ম্যাসাজ ফাংশন, ওয়ান টাচ পাওয়ার স্লাইড ডোর, ডিট্যাচেবল কন্ট্রোল ডিভাইস, ভ্যানিটি মিররসহ মাল্টি-ফাংশন ফোল্ডেবল রোটারি ট্রে, ৮-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার সিট উইথ মেমোরি, ইনডিভিজুয়ালি অপারেবল ডুয়াল সানরুফ এবং ১৪ রঙের অ্যাম্বিয়েন্ট লাইটিং-এর মতো বিলাসবহুল ফিচার রয়েছে এতে। এ গাড়িতে রয়েছে আধুনিক এডিএএস (Advanced Driver Assistance System) প্রযুক্তি, যার মাধ্যমে যাত্রীরা থাকবেন সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে।
তিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
১০ ঘণ্টা আগেতাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
১৬ ঘণ্টা আগেগত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
২ দিন আগেখোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না
৩ দিন আগেতিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না