হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

অভিনয়শিল্পী হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি দেখা দিলে তাঁকে ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, ‘এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি হলে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।’

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা হাসান মাসুদ সম্প্রতি আবার আলোচনায় আসেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করার পর। এরপর এক সাক্ষাৎকারে তিনি জানান, আর অভিনয়ে ফিরবেন না, বরং একটি চাকরি খুঁজছেন। তাঁর ভাষায়, ‘আমি এখন একটা জব খুঁজছি। সেটা সাংবাদিকতা হতে পারে, প্রশাসনিক কাজও হতে পারে। হারিয়ে যাব একেবারে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

টেলিভিশন নিয়ে আরও পড়ুন

চকচকে গ্ল্যামার ও আলো–ঝলমলে আয়োজনের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে অন্ধকার বাস্তবতা। শিল্পীজীবনের শুরুতে অনেকেই নানা অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হন। এবার সেই তালিকায় নাম যোগ করেছেন অভিনেত্রী মৌনী রায়

৩ দিন আগে

ক’দিন আগে গান ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তাহসান খান। কেউ বলেন, ধর্মীয় অনুপ্রেরণায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবার অনেকে দাবি করেন, তিনি নাকি ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন। অবশেষে এসব গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন তাহসান

৪ দিন আগে

তানজিন তিশা তার ফেসবুক পেজে দাবি করেছিলেন যে একটি শাড়ি নারী উদ্যোক্তার উপহার। পরে ‘অ্যাপোনিয়া’ অনলাইন ফ্যাশন পেজের এক্সিকিউটিভ মো. আমিনুল ইসলাম তার পক্ষ থেকে তিশার বিরুদ্ধে প্রতারণা, মানহানি ও ছলচাতুরীর অভিযোগ এনে এক লাখ টাকা ক্ষতিপূরণ দাবিতে আইনি নোটিশ পাঠান

৭ দিন আগে

নিজের অফিসিয়াল ফেসবুক ও এক্স হ্যান্ডেলে সিনেমার টাইটেল ভিডিও শেয়ার করে শাহরুখ লিখেছেন, শত দেশে বদনাম হয়েছে আমার, দুনিয়া একটাই নাম দিয়েছে ‘কিং’। সময় এসে গেছে। দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে

১০ দিন আগে