অনলাইন ডেস্ক
শেষ মুহূর্তে কান উৎসবের মঞ্চে দেখা গেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। সেখানেই দেখা গেছে অন্য এক অভিনেত্রীকে।
যদিও প্রথমে শোনা গিয়েছিল পাক-ভারত যুদ্ধের কারণে এ বছর উৎসবে যোগ দেবেন না আলিয়া। কিন্তু আবার সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। পরিকল্পনা অটুট রেখে ফ্যাশনের শহর ফ্রান্সের উৎসবমঞ্চে পা দেন আলিয়া ভাট।
শুক্রবার নতুন চমক দিলেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তার সাম্প্রতিক লুক দেখেই অনুমান করেছেন অনেকেই— রণবীর-আলিয়ার ঘরে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। আবার মা হতে চলেছেন আলিয়া ভাট।
এ দম্পতির ঘরে রয়েছে প্রথম সন্তান রাহা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন—দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আলিয়া। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেন এ তারকা জুটি।
এর আগে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন—‘রণবীর আর আমি যখন প্রথমবার বাবা-মা হওয়ার উত্তেজনায় ভাসছি, তখনই ঠিক করেছিলাম—ছেলে কিংবা মেয়ে দুইয়েরই নাম আগে থেকে ভাবা দরকার। পরিবারের সবাই মিলে অনেক নাম সাজিয়েছিলাম, যার মধ্যে একটি ছেলের নাম আমার দারুণ লেগেছিল। তবে সেটি এখনই বলব না।
এই কথোপকথনের সময় অভিনেত্রী বলেন, রাহার নামকরণ করেছিলেন আমার শাশুড়ি নীতু কাপুর। সেই সময় শাশুড়ি বলেছিলেন— আলিয়ার বেছে রাখা ছেলের নামটির সঙ্গে ‘রাহা’ দারুণ মিলবে, যদি ভবিষ্যতে কোনো পুত্রসন্তান হয়, রেখে দিও।
ঠিক তখনই নেটিজেনদের জল্পনা তুঙ্গে ওঠে। বিশেষ করে ২০২৫ সালের কান ফেস্টিভ্যালে আলিয়ার কালো অফ-শোল্ডার বডিকন গাউন দেখে অনেকের চোখে পড়েছে তার ‘বেবি বাম্প’।
শেষ মুহূর্তে কান উৎসবের মঞ্চে দেখা গেছে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। সেখানেই দেখা গেছে অন্য এক অভিনেত্রীকে।
যদিও প্রথমে শোনা গিয়েছিল পাক-ভারত যুদ্ধের কারণে এ বছর উৎসবে যোগ দেবেন না আলিয়া। কিন্তু আবার সেই সিদ্ধান্ত বদল করেন অভিনেত্রী। পরিকল্পনা অটুট রেখে ফ্যাশনের শহর ফ্রান্সের উৎসবমঞ্চে পা দেন আলিয়া ভাট।
শুক্রবার নতুন চমক দিলেন অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে তার সাম্প্রতিক লুক দেখেই অনুমান করেছেন অনেকেই— রণবীর-আলিয়ার ঘরে আসতে চলেছে দ্বিতীয় সন্তান। আবার মা হতে চলেছেন আলিয়া ভাট।
এ দম্পতির ঘরে রয়েছে প্রথম সন্তান রাহা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে গুঞ্জন—দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন আলিয়া। যদিও এ নিয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেন এ তারকা জুটি।
এর আগে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন—‘রণবীর আর আমি যখন প্রথমবার বাবা-মা হওয়ার উত্তেজনায় ভাসছি, তখনই ঠিক করেছিলাম—ছেলে কিংবা মেয়ে দুইয়েরই নাম আগে থেকে ভাবা দরকার। পরিবারের সবাই মিলে অনেক নাম সাজিয়েছিলাম, যার মধ্যে একটি ছেলের নাম আমার দারুণ লেগেছিল। তবে সেটি এখনই বলব না।
এই কথোপকথনের সময় অভিনেত্রী বলেন, রাহার নামকরণ করেছিলেন আমার শাশুড়ি নীতু কাপুর। সেই সময় শাশুড়ি বলেছিলেন— আলিয়ার বেছে রাখা ছেলের নামটির সঙ্গে ‘রাহা’ দারুণ মিলবে, যদি ভবিষ্যতে কোনো পুত্রসন্তান হয়, রেখে দিও।
ঠিক তখনই নেটিজেনদের জল্পনা তুঙ্গে ওঠে। বিশেষ করে ২০২৫ সালের কান ফেস্টিভ্যালে আলিয়ার কালো অফ-শোল্ডার বডিকন গাউন দেখে অনেকের চোখে পড়েছে তার ‘বেবি বাম্প’।
পদ্মশ্রী , ৯টি নন্দী অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা প্রাপ্ত অভিনেতা
৩ দিন আগেপদ্মশ্রী , ৯টি নন্দী অ্যাওয়ার্ডসহ বহু সম্মাননা প্রাপ্ত অভিনেতা