কটাক্ষের মুখে দীপিকা পাড়ুকোন

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

আট ঘণ্টার বেশি কাজ করবেন না। জানানোর পর থেকে কটাক্ষের মুখে পড়েছেন দীপিকা পাড়ুকোন। শুট করার আগে একাধিক শর্ত দিয়ে নাকি কাজও হারাচ্ছেন তিনি। এবার ফারহা খান খোঁচা দিলেন বলিউড অভিনেত্রীকে।

ফারহা বর্তমানে তার ব্লগ নিয়ে ব্যস্ত। সম্প্রতি তিনি গিয়েছিলেন অভিনেতা রোহিত সরাফের বাড়িতে। সঙ্গে গিয়েছিলেন ফারহার বাড়ির রন্ধনশিল্পী দিলীপ। ক্যামেরার সামনে এসেছিলেন রোহিতের মা-ও। তাকে ক্যামেরার সামনে আসতে রাজি করাতে নাকি বেশ সময় লেগেছিল ফারহার। তাই বলিউড পরিচালক মজা করে প্রথমে বলেন, কোনও ছবির প্রস্তাবে রাজি হতে দীপিকাও এত বেশি সময় নেয়নি।

দীপিকার কথা উঠতেই দিলীপ বলে ওঠেন, “আপনার অনুষ্ঠানে দীপিকা ম্যাডাম কবে আসবেন?” তখন ফারহা বলেন, “তুই যে দিন গ্রামে যাবি, সেই দিন দীপিকা আসবে। আর শোন, দীপিকা শুধু আট ঘণ্টা শুটিং করে। এখানে আসার সময় ওর কাছে নেই।”

সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে বাদ পড়েন দীপিকা। অভিনেত্রী শর্ত দিয়েছিলেন, আট ঘণ্টার বেশি তিনি শুটিং করবেন না। সেই সঙ্গে পারিশ্রমিক লাগবে ২০ কোটি টাকা। এই শর্তের জন্য বাদ পড়তে হয় তাকে।

দীপিকার সিদ্ধান্ত ঠিক না কি ভুল, তা নিয়ে চলেছে বিশ্লেষণ। কিছু দিন আগে ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। প্রযোজনা সংস্থার তরফে বলা হয়েছিল, “‘কল্কি ২৮৯৮ এডি’-র মতো ছবি তৈরি করতে দায়বদ্ধতার প্রয়োজন হয়। দীপিকার ভবিষ্যতের জন্য আমাদের শুভকামনা রইল।”

এই দেখে নেটিজেনদের ধারণা, দীপিকা সময় দিতে পারছেন না বলেই তাকে ছাড়া সিকুয়েলের কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে

১ দিন আগে

তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন

২ দিন আগে

র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত

২ দিন আগে

সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে

৪ দিন আগে