তাহলে কী লন্ডনেই থিতু হচ্ছেন আনুশকা-বিরাট

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরেই লন্ডনে বেশ ঘনঘনই দেখা যায় বিরাট কোহলিকে। পরিবারের কাজ কিংবা অবসর যাপনে লন্ডনই কোহলির প্রথম পছন্দ হয়ে উঠেছে। কোহলি লন্ডনেই স্থায়ী হচ্ছেন কি না, এমন গুঞ্জনও ছিল।

এবার শোনা যাচ্ছে দুই সন্তানকে নিয়ে লন্ডনে স্থায়ী হতে যাচ্ছেন তারকা দম্পতি আনুশকা শর্মা-বিরাট কোহলি। বিশেষ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায় জন্মের পর ঘনঘন তাঁদের লন্ডনে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। এবার এ বিষয়ে নিশ্চয়তা মিলেছে আনুশকা-বিরাটের ঘনিষ্ঠদের কাছ থেকেও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বিরুশকা’কে নিয়ে কথা বলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ডা. শ্রীরাম নেনে। আনুশকার সঙ্গে এ বিষয়ে তাঁর আন্তরিক আলোচনার কথা জানান তিনি।

ডা. নেনে বলেন, ‘তাঁর (বিরাট কোহলি) প্রতি আমার অগাধ শ্রদ্ধা। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে; তিনি নিপাট এক ভদ্রলোক।’

যোগ করে আরও বললেন, ‘একদিন আনুশকার সঙ্গে কথা হচ্ছিল, যা বেশ চমকপ্রদ। তাঁরা (আনুশকা-বিরাট) লন্ডনে চলে যাওয়ার কথা চিন্তা করছে, কারণ এখানে তাঁরা তাঁদের সাফল্য উপভোগ করতে পারছে না। তাঁরা যা কিছুই করে না কেন আমরা তা উপলব্ধি করি, কারণ তাঁরা যা-ই করে তা-ই মনোযোগ আকর্ষণ করে। আমরা (তারকারা) প্রায়ই একা হয়ে পড়ি। আনুশকা ও বিরাট খুব ভালো মানুষ, এবং তাঁরা তাঁদের সন্তানদের স্বাভাবিকভাবে বড় করতে চায়।’

ডা. নেনের এই কথাগুলো এমন কিছু তুলে ধরে, যা প্রায়শই উপেক্ষিত থেকে যায়। মূলত সন্তানদের স্বাভাবিক লালন-পালনের বিষয়টি অগ্রাধিকার দিয়েই লন্ডনে থিতু হওয়ার পরিকল্পনা করেছেন ‘বিরুশকা’।

প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে দুই সন্তানের জনক-জননী তাঁরা। মেয়ের নাম ভামিকা, ছেলের নাম অকায়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

কয়েকদিন আগেই ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ঢালিউডের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ইঙ্গিত করেছিলেন প্রেক্ষাগৃহে আসছেন তিনি। যদিও ওই ভিডিও ক্লিপসে শুভ কোথাও জানাননি কী নিয়ে আসছেন তিনি।

১০ ঘণ্টা আগে

বর্তমানে ঢাকাই সিনেমার জনপ্রিয় একজন নায়িকা বিদ্যা সিনহা মিম । তার ঝুলিতে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবুও এখন সিনেমার পর্দায় তেমন উপস্থিতি মেলে না তার। ২০২৩ সালে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘অন্তর্জাল’ সিনেমায়। এটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।

১১ ঘণ্টা আগে

কয়েক বছর ধরেই লন্ডনে বেশ ঘনঘনই দেখা যায় বিরাট কোহলিকে। পরিবারের কাজ কিংবা অবসর যাপনে লন্ডনই কোহলির প্রথম পছন্দ হয়ে উঠেছে। কোহলি লন্ডনেই স্থায়ী হচ্ছেন কি না, এমন গুঞ্জনও ছিল।

১ দিন আগে

স্বর্ণ চোরাচালানের দায়ে অভিযুক্ত কর্ণাটক অভিনেত্রী কন্নড় অভিনেত্রী রান্যা রাওে এবার এক বছর জামিন পাবেন না বলে জানিয়েছে এনডিটিভি। এর আগে স্বর্ণ চোরাচালানের অভিযোগের ভিত্তিতে ১৯৭৪ সালের বিদেশি মুদ্রা সংরক্ষণ ও চোরাচালান প্রতিরোধ আইনে (COFEPOSA) তার নামে একটি মামলা হয়েছে।

২ দিন আগে