বিনোদন ডেস্ক
কয়েক বছর ধরেই লন্ডনে বেশ ঘনঘনই দেখা যায় বিরাট কোহলিকে। পরিবারের কাজ কিংবা অবসর যাপনে লন্ডনই কোহলির প্রথম পছন্দ হয়ে উঠেছে। কোহলি লন্ডনেই স্থায়ী হচ্ছেন কি না, এমন গুঞ্জনও ছিল।
এবার শোনা যাচ্ছে দুই সন্তানকে নিয়ে লন্ডনে স্থায়ী হতে যাচ্ছেন তারকা দম্পতি আনুশকা শর্মা-বিরাট কোহলি। বিশেষ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায় জন্মের পর ঘনঘন তাঁদের লন্ডনে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। এবার এ বিষয়ে নিশ্চয়তা মিলেছে আনুশকা-বিরাটের ঘনিষ্ঠদের কাছ থেকেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বিরুশকা’কে নিয়ে কথা বলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ডা. শ্রীরাম নেনে। আনুশকার সঙ্গে এ বিষয়ে তাঁর আন্তরিক আলোচনার কথা জানান তিনি।
ডা. নেনে বলেন, ‘তাঁর (বিরাট কোহলি) প্রতি আমার অগাধ শ্রদ্ধা। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে; তিনি নিপাট এক ভদ্রলোক।’
যোগ করে আরও বললেন, ‘একদিন আনুশকার সঙ্গে কথা হচ্ছিল, যা বেশ চমকপ্রদ। তাঁরা (আনুশকা-বিরাট) লন্ডনে চলে যাওয়ার কথা চিন্তা করছে, কারণ এখানে তাঁরা তাঁদের সাফল্য উপভোগ করতে পারছে না। তাঁরা যা কিছুই করে না কেন আমরা তা উপলব্ধি করি, কারণ তাঁরা যা-ই করে তা-ই মনোযোগ আকর্ষণ করে। আমরা (তারকারা) প্রায়ই একা হয়ে পড়ি। আনুশকা ও বিরাট খুব ভালো মানুষ, এবং তাঁরা তাঁদের সন্তানদের স্বাভাবিকভাবে বড় করতে চায়।’
ডা. নেনের এই কথাগুলো এমন কিছু তুলে ধরে, যা প্রায়শই উপেক্ষিত থেকে যায়। মূলত সন্তানদের স্বাভাবিক লালন-পালনের বিষয়টি অগ্রাধিকার দিয়েই লন্ডনে থিতু হওয়ার পরিকল্পনা করেছেন ‘বিরুশকা’।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে দুই সন্তানের জনক-জননী তাঁরা। মেয়ের নাম ভামিকা, ছেলের নাম অকায়।
কয়েক বছর ধরেই লন্ডনে বেশ ঘনঘনই দেখা যায় বিরাট কোহলিকে। পরিবারের কাজ কিংবা অবসর যাপনে লন্ডনই কোহলির প্রথম পছন্দ হয়ে উঠেছে। কোহলি লন্ডনেই স্থায়ী হচ্ছেন কি না, এমন গুঞ্জনও ছিল।
এবার শোনা যাচ্ছে দুই সন্তানকে নিয়ে লন্ডনে স্থায়ী হতে যাচ্ছেন তারকা দম্পতি আনুশকা শর্মা-বিরাট কোহলি। বিশেষ করে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছেলে অকায় জন্মের পর ঘনঘন তাঁদের লন্ডনে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে। এবার এ বিষয়ে নিশ্চয়তা মিলেছে আনুশকা-বিরাটের ঘনিষ্ঠদের কাছ থেকেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘বিরুশকা’কে নিয়ে কথা বলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিতের স্বামী ডা. শ্রীরাম নেনে। আনুশকার সঙ্গে এ বিষয়ে তাঁর আন্তরিক আলোচনার কথা জানান তিনি।
ডা. নেনে বলেন, ‘তাঁর (বিরাট কোহলি) প্রতি আমার অগাধ শ্রদ্ধা। বেশ কয়েকবার আমাদের দেখা হয়েছে; তিনি নিপাট এক ভদ্রলোক।’
যোগ করে আরও বললেন, ‘একদিন আনুশকার সঙ্গে কথা হচ্ছিল, যা বেশ চমকপ্রদ। তাঁরা (আনুশকা-বিরাট) লন্ডনে চলে যাওয়ার কথা চিন্তা করছে, কারণ এখানে তাঁরা তাঁদের সাফল্য উপভোগ করতে পারছে না। তাঁরা যা কিছুই করে না কেন আমরা তা উপলব্ধি করি, কারণ তাঁরা যা-ই করে তা-ই মনোযোগ আকর্ষণ করে। আমরা (তারকারা) প্রায়ই একা হয়ে পড়ি। আনুশকা ও বিরাট খুব ভালো মানুষ, এবং তাঁরা তাঁদের সন্তানদের স্বাভাবিকভাবে বড় করতে চায়।’
ডা. নেনের এই কথাগুলো এমন কিছু তুলে ধরে, যা প্রায়শই উপেক্ষিত থেকে যায়। মূলত সন্তানদের স্বাভাবিক লালন-পালনের বিষয়টি অগ্রাধিকার দিয়েই লন্ডনে থিতু হওয়ার পরিকল্পনা করেছেন ‘বিরুশকা’।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। বর্তমানে দুই সন্তানের জনক-জননী তাঁরা। মেয়ের নাম ভামিকা, ছেলের নাম অকায়।
তিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
২ দিন আগেতাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
২ দিন আগেগত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
৪ দিন আগেখোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না
৫ দিন আগেতিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না