নিতিনের ‘থাম্মুদু’ মুক্তি পাচ্ছে ৪ ভাষায়

প্রতিনিধি
অনলাইন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

বক্স অফিসে হতাশাজনক সাড়া পেলেও, ‘থাম্মুদু’ এবার নতুন করে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ১ আগস্ট ২০২৫ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই চলচ্চিত্রটি, এবং তা একসঙ্গে তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষায়।

দিল রাজু প্রযোজিত এবং নিতিন অভিনীত ‘থাম্মুদু’ মুক্তির পর প্রেক্ষাগৃহে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। তবে নির্মাতারা বিশ্বাস করছেন, ডিজিটাল মাধ্যমে ছবিটি নতুনভাবে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হবে।

ভেনু শ্রী রাম পরিচালিত এই ছবিতে রয়েছেন বহু তারকাবহুল অভিনয়শিল্পী, সপ্তমী গৌড়া, বর্ষা বল্লামা, লয়া ও সৌরভ শচদেব। সুর দিয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক বি. অজয়নিশ লোকনাথ।

নির্মাতা সূত্রে জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটির রিলিজ নিয়ে তারা আশাবাদী। কারণ, দক্ষিণ ভারতের চারটি ভাষায় মুক্তির মাধ্যমে ছবিটি অনেক বিস্তৃত দর্শকমণ্ডলীর কাছে পৌঁছাবে। প্রেক্ষাগৃহে যেসব দর্শক ছবিটি মিস করেছেন, তারা এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন।

নেটফ্লিক্স ইতোমধ্যে দক্ষিণ ভারতের কনটেন্ট নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ‘থাম্মুদু’র সংযুক্তি সেই পরিকল্পনারই অংশ, যা দক্ষিণ ভারতীয় ভাষাভাষীদের জন্য আরও বেশি মানসম্পন্ন কনটেন্ট পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি বহন করে।

এখন দেখার বিষয়, এই ডিজিটাল মুক্তি কি পারবে ‘থাম্মুদু’কে নতুন করে দর্শকের ভালোবাসা এনে দিতে? সময়ই দেবে সে উত্তর।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

বলিউড নিয়ে আরও পড়ুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে

২ দিন আগে

তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন

৩ দিন আগে

র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত

৩ দিন আগে

সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে

৪ দিন আগে