ঈদে আসছে পূজা চেরীর টগর

ঈদে আসছে পূজা চেরীর টগর

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ফাইল ছবি

বছরের শুরুতে ‘টগর’ নামে নতুন এক সিনেমার নাম ঘোষণা করেন পরিচালক আলোক হাসান। অ্যানাউন্সমেন্ট টিজারে সেদিন নায়ক আদর আজাদের সঙ্গে দেখা গিয়েছিল প্রার্থনা ফারদীন দীঘিকে। দেড় মাস পর জানা গেল, ‘টগর’ নামের সেই ছবি থেকে বাদ পড়েছেন দীঘি। আর দীগি যে চরিত্রের জন্য চূড়ান্ত হয়েছিলেন, সেটি করছেন পূজা চেরী। এরই মধ্যে দীঘিকে বাদ দিয়ে পূজা চেরীর সঙ্গে চুক্তিপত্রের আনুষ্ঠানিকতা সেরে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। আজ শনিবার প্রকাশিত হওয়া মোশন পোস্টারে আদর আজাদের সঙ্গে দেখা গেল পূজা চেরীকে।

কুরবানির ঈদে মুক্তি দেয়ার জন্য ইতোমধ্যেই প্রচারণা শুরু হয়েছে সিনেমাটির। ‘টগর’ এর আলোক হাসান পরিচালিত এ সিনেমার শুটিং শেষ করেছেন নায়িকা। এখন চলছে ডাবিংয়ের কাজ। বলা যায়, ঈদ-উল-আযহায় প্রেক্ষাগৃহে আসার প্রস্তুতি সম্পন্ন করছেন এ অভিনেত্রী। বেশ কয়েকবছর ধরেই ঈদ সিনেমায় দাপট দেখাচ্ছেন নায়িকারা। দর্শক আগ্রহেও রয়েছে এসব অভিনেত্রীদের সিনেমা।

বলা যায়, ঈদ সিনেমার চালিকাশক্তিতে থাকছেন এসব নায়িকা। সেদিক বিবেচনায় এবার পূজা কতটা প্রস্তুত হয়েছেন সেটিও দেখার বিষয়। গত ঈদুল ফিতরে শবনম বুবলী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, সুনেরাহ বিনতে কামলরা বেশ নজর কেড়েছেন। আসন্ন ঈদেও তাই পূজাকে একটু চাপ নিতেই হবে। এছাড়াও ‘টগর’ সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা দীঘির। পরবর্তীতে তার জায়গায় যুক্ত হন পূজা।

তাই এ অভিনেত্রীর দিকেও এবার একটু বিশেষ নজর থাকবে নেটিজেনদের। এরইমধ্যে প্রচারণা শুরু করেছেন সংশ্লিষ্টরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পূজা চেরী। এ সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। এতে নায়কের ভূমিকায় দেখা যাবে আদর আজাদকে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

তিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।

১ দিন আগে

তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন

১ দিন আগে

গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর

৩ দিন আগে

খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না

৩ দিন আগে