বিনোদন ডেস্ক
ঢাকাই চলচ্চিত্রের এক অনন্য নাম- দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষপ্রান্তে রূপালি পর্দায় যাত্রা শুরু করলেও, তার সৌন্দর্য আর অভিনয় প্রতিভা দুই যুগ ধরে মাতিয়ে রেখেছে দর্শক-ভক্তদের মন। সময় যেন পূর্ণিমার জন্য থমকে গেছে। অভিনয়ে নিয়মিত না থাকলেও, তার আবেদন ও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। হালকা নীল সালোয়ার-কামিজ আর সাদা ওড়নায় একেবারে সাধারণ সাজে ধরা দিলেও, চেহারায় ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি আর স্বাভাবিক সৌন্দর্যের ঝলক। স্বতঃস্ফূর্ততা আর সাবলীল অভিব্যক্তির মধ্য দিয়ে নেটদুনিয়ায় যেন ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
ভক্তদের মন্তব্যের বন্যা বইছে ছবিগুলোর নিচে। একজন নেটিজেন লেখেন, "ছোটবেলা থেকে আপনাকে দেখছি, কিন্তু এখনো ঠিক আগের মতোই লাগছে। আমরা বুড়িয়ে যাচ্ছি, আপনি যেন একই বয়সে আটকে আছেন!" আরেকজনের মন্তব্য, "আপনি ছিলেন ছোটবেলার ক্রাশ, এখনো ঠিক তেমনই সুন্দর।" আরেকজন মুগ্ধতা প্রকাশ করে বলেন, "সাধারণ সাজেও আপনি এত অসাধারণ- এটা সত্যিই বিস্ময়কর!"
পূর্ণিমার সৌন্দর্যে কখনোই অতিরঞ্জনের ছোঁয়া ছিল না। বরং তার মধ্যে রয়েছে একধরনের প্রাকৃতিক, মার্জিত ও পরিশীলিত সৌন্দর্য- যা তাকে আলাদা করে তুলেছে সবসময়। এই সৌন্দর্যের সঙ্গেই যুক্ত হয়েছে এক পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, যা তাকে করে তুলেছে আরও গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয়।
অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও, বিভিন্ন ওয়েব কনটেন্ট, অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মিডিয়া সংশ্লিষ্ট কাজে তাকে এখনো দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে নিয়মিত খোঁজখবর রাখেন অনুরাগীদের।
তার ক্যারিয়ারে মোড় ঘোরানো মুহূর্ত আসে ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ ছবির মাধ্যমে। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে তার অভিনয় জয় করে নেয় অগণিত দর্শকের মন। এরপর ২০০৬ সালে এসএ হক অলিকের পরিচালনায় ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে তার পারফরম্যান্স পূর্ণিমাকে নিয়ে যায় নতুন উচ্চতায়।
আজকের পূর্ণিমা কেবল একজন অভিনেত্রী নন, তিনি সময়কে ছাপিয়ে যাওয়া এক প্রতীক। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর সুনামের মিশেলে তিনি হয়ে উঠেছেন এক অনন্য আইকন- যার প্রতি ভালোবাসা ও সম্মান কেবল বেড়েই চলেছে।
ঢাকাই চলচ্চিত্রের এক অনন্য নাম- দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষপ্রান্তে রূপালি পর্দায় যাত্রা শুরু করলেও, তার সৌন্দর্য আর অভিনয় প্রতিভা দুই যুগ ধরে মাতিয়ে রেখেছে দর্শক-ভক্তদের মন। সময় যেন পূর্ণিমার জন্য থমকে গেছে। অভিনয়ে নিয়মিত না থাকলেও, তার আবেদন ও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। হালকা নীল সালোয়ার-কামিজ আর সাদা ওড়নায় একেবারে সাধারণ সাজে ধরা দিলেও, চেহারায় ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি আর স্বাভাবিক সৌন্দর্যের ঝলক। স্বতঃস্ফূর্ততা আর সাবলীল অভিব্যক্তির মধ্য দিয়ে নেটদুনিয়ায় যেন ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
ভক্তদের মন্তব্যের বন্যা বইছে ছবিগুলোর নিচে। একজন নেটিজেন লেখেন, "ছোটবেলা থেকে আপনাকে দেখছি, কিন্তু এখনো ঠিক আগের মতোই লাগছে। আমরা বুড়িয়ে যাচ্ছি, আপনি যেন একই বয়সে আটকে আছেন!" আরেকজনের মন্তব্য, "আপনি ছিলেন ছোটবেলার ক্রাশ, এখনো ঠিক তেমনই সুন্দর।" আরেকজন মুগ্ধতা প্রকাশ করে বলেন, "সাধারণ সাজেও আপনি এত অসাধারণ- এটা সত্যিই বিস্ময়কর!"
পূর্ণিমার সৌন্দর্যে কখনোই অতিরঞ্জনের ছোঁয়া ছিল না। বরং তার মধ্যে রয়েছে একধরনের প্রাকৃতিক, মার্জিত ও পরিশীলিত সৌন্দর্য- যা তাকে আলাদা করে তুলেছে সবসময়। এই সৌন্দর্যের সঙ্গেই যুক্ত হয়েছে এক পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, যা তাকে করে তুলেছে আরও গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয়।
অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও, বিভিন্ন ওয়েব কনটেন্ট, অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মিডিয়া সংশ্লিষ্ট কাজে তাকে এখনো দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে নিয়মিত খোঁজখবর রাখেন অনুরাগীদের।
তার ক্যারিয়ারে মোড় ঘোরানো মুহূর্ত আসে ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ ছবির মাধ্যমে। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে তার অভিনয় জয় করে নেয় অগণিত দর্শকের মন। এরপর ২০০৬ সালে এসএ হক অলিকের পরিচালনায় ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে তার পারফরম্যান্স পূর্ণিমাকে নিয়ে যায় নতুন উচ্চতায়।
আজকের পূর্ণিমা কেবল একজন অভিনেত্রী নন, তিনি সময়কে ছাপিয়ে যাওয়া এক প্রতীক। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর সুনামের মিশেলে তিনি হয়ে উঠেছেন এক অনন্য আইকন- যার প্রতি ভালোবাসা ও সম্মান কেবল বেড়েই চলেছে।
তিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
৪ দিন আগেতাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
৪ দিন আগেগত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
৫ দিন আগেখোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না
৬ দিন আগেতিশা বলেন, আমার দর্শকদের জন্যই আজকে আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু।
তাহসান কমিয়ে দিয়েছেন অভিনয়। প্রকাশ করছেন নতুন নতুন গান, কনসার্ট করছেন দেশ-বিদেশে। আর মিম সিনেমার কাজ করছেন, করছেন বিজ্ঞাপনের কাজও। আবার তারা একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন
গত এপ্রিলেই অপু ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফরে গিয়েছিলেন। তখন থেকেই অনেকে অনুমান করছিলেন, এটি নিছক ঘোরাঘুরি নয়। এখন জানা গেল সেই অনুমানই সঠিক। ছেলের ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবেই ছিল সিঙ্গাপুর সফর
খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না