বিনোদন ডেস্ক

ঢাকাই চলচ্চিত্রের এক অনন্য নাম- দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষপ্রান্তে রূপালি পর্দায় যাত্রা শুরু করলেও, তার সৌন্দর্য আর অভিনয় প্রতিভা দুই যুগ ধরে মাতিয়ে রেখেছে দর্শক-ভক্তদের মন। সময় যেন পূর্ণিমার জন্য থমকে গেছে। অভিনয়ে নিয়মিত না থাকলেও, তার আবেদন ও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। হালকা নীল সালোয়ার-কামিজ আর সাদা ওড়নায় একেবারে সাধারণ সাজে ধরা দিলেও, চেহারায় ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি আর স্বাভাবিক সৌন্দর্যের ঝলক। স্বতঃস্ফূর্ততা আর সাবলীল অভিব্যক্তির মধ্য দিয়ে নেটদুনিয়ায় যেন ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
ভক্তদের মন্তব্যের বন্যা বইছে ছবিগুলোর নিচে। একজন নেটিজেন লেখেন, "ছোটবেলা থেকে আপনাকে দেখছি, কিন্তু এখনো ঠিক আগের মতোই লাগছে। আমরা বুড়িয়ে যাচ্ছি, আপনি যেন একই বয়সে আটকে আছেন!" আরেকজনের মন্তব্য, "আপনি ছিলেন ছোটবেলার ক্রাশ, এখনো ঠিক তেমনই সুন্দর।" আরেকজন মুগ্ধতা প্রকাশ করে বলেন, "সাধারণ সাজেও আপনি এত অসাধারণ- এটা সত্যিই বিস্ময়কর!"
পূর্ণিমার সৌন্দর্যে কখনোই অতিরঞ্জনের ছোঁয়া ছিল না। বরং তার মধ্যে রয়েছে একধরনের প্রাকৃতিক, মার্জিত ও পরিশীলিত সৌন্দর্য- যা তাকে আলাদা করে তুলেছে সবসময়। এই সৌন্দর্যের সঙ্গেই যুক্ত হয়েছে এক পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, যা তাকে করে তুলেছে আরও গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয়।
অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও, বিভিন্ন ওয়েব কনটেন্ট, অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মিডিয়া সংশ্লিষ্ট কাজে তাকে এখনো দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে নিয়মিত খোঁজখবর রাখেন অনুরাগীদের।
তার ক্যারিয়ারে মোড় ঘোরানো মুহূর্ত আসে ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ ছবির মাধ্যমে। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে তার অভিনয় জয় করে নেয় অগণিত দর্শকের মন। এরপর ২০০৬ সালে এসএ হক অলিকের পরিচালনায় ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে তার পারফরম্যান্স পূর্ণিমাকে নিয়ে যায় নতুন উচ্চতায়।
আজকের পূর্ণিমা কেবল একজন অভিনেত্রী নন, তিনি সময়কে ছাপিয়ে যাওয়া এক প্রতীক। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর সুনামের মিশেলে তিনি হয়ে উঠেছেন এক অনন্য আইকন- যার প্রতি ভালোবাসা ও সম্মান কেবল বেড়েই চলেছে।

ঢাকাই চলচ্চিত্রের এক অনন্য নাম- দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশকের শেষপ্রান্তে রূপালি পর্দায় যাত্রা শুরু করলেও, তার সৌন্দর্য আর অভিনয় প্রতিভা দুই যুগ ধরে মাতিয়ে রেখেছে দর্শক-ভক্তদের মন। সময় যেন পূর্ণিমার জন্য থমকে গেছে। অভিনয়ে নিয়মিত না থাকলেও, তার আবেদন ও জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। হালকা নীল সালোয়ার-কামিজ আর সাদা ওড়নায় একেবারে সাধারণ সাজে ধরা দিলেও, চেহারায় ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি আর স্বাভাবিক সৌন্দর্যের ঝলক। স্বতঃস্ফূর্ততা আর সাবলীল অভিব্যক্তির মধ্য দিয়ে নেটদুনিয়ায় যেন ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
ভক্তদের মন্তব্যের বন্যা বইছে ছবিগুলোর নিচে। একজন নেটিজেন লেখেন, "ছোটবেলা থেকে আপনাকে দেখছি, কিন্তু এখনো ঠিক আগের মতোই লাগছে। আমরা বুড়িয়ে যাচ্ছি, আপনি যেন একই বয়সে আটকে আছেন!" আরেকজনের মন্তব্য, "আপনি ছিলেন ছোটবেলার ক্রাশ, এখনো ঠিক তেমনই সুন্দর।" আরেকজন মুগ্ধতা প্রকাশ করে বলেন, "সাধারণ সাজেও আপনি এত অসাধারণ- এটা সত্যিই বিস্ময়কর!"
পূর্ণিমার সৌন্দর্যে কখনোই অতিরঞ্জনের ছোঁয়া ছিল না। বরং তার মধ্যে রয়েছে একধরনের প্রাকৃতিক, মার্জিত ও পরিশীলিত সৌন্দর্য- যা তাকে আলাদা করে তুলেছে সবসময়। এই সৌন্দর্যের সঙ্গেই যুক্ত হয়েছে এক পরিচ্ছন্ন ব্যক্তিত্ব, যা তাকে করে তুলেছে আরও গ্রহণযোগ্য ও শ্রদ্ধেয়।
অভিনয় থেকে কিছুটা বিরতি নিলেও, বিভিন্ন ওয়েব কনটেন্ট, অনুষ্ঠানে অংশগ্রহণ এবং মিডিয়া সংশ্লিষ্ট কাজে তাকে এখনো দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি বেশ সক্রিয়, যেখানে নিয়মিত খোঁজখবর রাখেন অনুরাগীদের।
তার ক্যারিয়ারে মোড় ঘোরানো মুহূর্ত আসে ২০০৩ সালে ‘মনের মাঝে তুমি’ ছবির মাধ্যমে। যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিতে তার অভিনয় জয় করে নেয় অগণিত দর্শকের মন। এরপর ২০০৬ সালে এসএ হক অলিকের পরিচালনায় ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রে তার পারফরম্যান্স পূর্ণিমাকে নিয়ে যায় নতুন উচ্চতায়।
আজকের পূর্ণিমা কেবল একজন অভিনেত্রী নন, তিনি সময়কে ছাপিয়ে যাওয়া এক প্রতীক। তার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর সুনামের মিশেলে তিনি হয়ে উঠেছেন এক অনন্য আইকন- যার প্রতি ভালোবাসা ও সম্মান কেবল বেড়েই চলেছে।


দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
২ দিন আগে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
৩ দিন আগে
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
৩ দিন আগে
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে
৪ দিন আগেদক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে
তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন
র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত
সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে