শুভ-মন্দিরা কি বাস্তবেও এক হচ্ছেন?

প্রতিনিধি
বিনোদন ডেস্ক
Thumbnail image
ছবি: সংগৃহীত

কোরবানি ঈদে মুক্তি পেয়েছে আরিফিন শুভর ‘নীলচক্র’। সিনেমাটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা মন্দিরা চক্রবর্তী। দুজনের এই জুটি বেশ পছন্দও করছেন দর্শকরা।

‘নীলচক্র’-তে রোমান্টিক রসায়ন এতটাই প্রাণবন্ত লেগেছে দর্শকদের, যে তা ছড়িয়েছে পর্দার বাইরেও। সিনেমার প্রচারে ঘনিষ্ঠ মুহূর্ত, খুনসুটি আর একে-অপরের প্রতি প্রশংসামূলক মন্তব্য দেখে অনেকেই ভেবেছেন, এই সম্পর্কটা হয়তো শুধু অভিনয়ে সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের বিয়ের প্রস্তাব আর বাস্তবে এক হওয়ার আহ্বানেই যেন জমে উঠেছে গুঞ্জনের বাজার। এবার সে গুঞ্জনেই মুখ খুলেছেন মন্দিরা।

এদিকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে সিঙ্গেলই রয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। যে কারণে ‘নীলচক্র’ সিনেমা দেখার পর অনেকেরই মত, বাস্তবেও বেশ মানাবে মন্দিরার সঙ্গে অভিনেতাকে।

দর্শকদের এই ভালোবাসায় আপ্লুত হলেও, মন্দিরা স্পষ্ট জানিয়েছেন, বাস্তবে আরিফিন শুভর সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই সিনেমা আমার জীবনের দ্বিতীয় কাজ, কিন্তু যে পরিমাণ সাড়া পাচ্ছি, তা অভাবনীয়। প্রতিটা পোস্টে একটাই কথা ঘুরে ফিরে এসেছে ‘আপনারা বিয়ে করে ফেলুন’!

তিনি আরও বলেন, আমি ভাবতেই পারিনি দর্শক আমাদের জুটিকে এতটা ভালোবাসবেন। দর্শক আসলেই কি চায় আমরা বিয়ে করি? আমাদের জুটিকে তারা এতটাই পছন্দ করছে যে, ব্যক্তিগত জীবনেও এক হতে দেখার স্বপ্ন দেখছেন!

তবে, দর্শকদের এই স্বপ্ন ভঙ্গ করে মন্দিরা পরিষ্কারভাবে জানান, শুভ ভাই একজন অসাধারণ শিল্পী। তার অভিনয় দেখেই আমি মুগ্ধ হয়ে যাই। কিন্তু বাস্তবে এমন কিছু (বিয়ে) সম্ভব নয়’। তিনি আরিফিন শুভকে একজন ‘অসাধারণ শিল্পী’ হিসেবে প্রশংসা করলেও, তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন পুরোপুরি উড়িয়ে দেন।

মিঠু খান পরিচালিত ‘নীলচক্র’ মুক্তির পর শুভ ও মন্দিরার অন-স্ক্রিন রসায়ন বেশ প্রশংসিত হয়েছে। তাদের জুটি দর্শকদের মন জয় করেছে, যার ফলস্বরূপ এই ধরনের গুজব তৈরি হয়েছে। যদিও অনুরাগীরা তাদের বাস্তব জীবনেও এক দেখতে আগ্রহী, মন্দিরা তার বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন যে, তাদের সম্পর্ক শুধুমাত্র পেশাদারিত্বের মধ্যেই সীমাবদ্ধ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

ঢালিউড নিয়ে আরও পড়ুন

দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ও অভিনেতা ধানুশের বাড়িতে বোমা আছে এমন খবর ছড়িয়ে পড়ায় চেন্নাইয়ে তুমুল হুলস্থূল শুরু হয়েছে

২ দিন আগে

তাঁর ইস্কেমিক স্ট্রোক হয়েছে এবং মাইল্ড হার্ট অ্যাটাকও শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন

২ দিন আগে

র আগে সালমান শাহ এর সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত

৩ দিন আগে

সে সময়ে আমার বয়স ছিল কম। আমার সঙ্গে অনেক পলিটিকস করা হয়েছে। আমি পলিটিকসের শিকার। সেগুলো তখন বুঝতে পারিনি। এখন মনে পড়লে বুঝতে পারি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে আমাকে এগিয়ে যেতে হয়েছে

৪ দিন আগে